হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৬ অক্টোবর '২৪):- পবিত্র 'নওরাত্রি'-র দ্বিতীয় দিনে বেসরকারী সংস্থা চালিত দুটো পৃথক হোমের ৩০ জন কন্যাকে নিয়ে কয়েকটা দুর্গামণ্ডপ ঘুরিয়ে দেখাল 'উডল্যাণ্ডস হসপিটাল' (Woodlands Hospital, Kolkata) কর্তৃপক্ষ।'উডল্যাণ্ডস হসপিটাল'-এর পক্ষ থেকে হাসপাতালের ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রূপক বড়ুয়া (Rupak Barua, Managing Director & Chief Executive Officer, Woodlands Hospital, Kolkata) জানিয়েছেন, "হোপ কোলকাতার সহযোগিতায় দ্বিতীয়া তিথিতে দুটো বেসরকারী সংস্থার ৩০ জন কন্যাকে কোলকাতার বেশ কয়েকটা উল্লেখযোগ্য দুর্গামণ্ডপ ও দুর্গাপ্রতিমা দেখিয়ে আনা হয়েছে।
Comments
Post a Comment