বাংলা কাহিনীচিত্র কফি হাউসের প্রচারে কোলকাতা ঘুরে গেলেন বিনোদ রাঠোর


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ অক্টোবর '২৪):- প্রয়াত গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার (Lyricist Gouriprasanna Mazumder)-এর লেখা অন্যতম বিখ্যাত গান 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' (Cofee Houser Sei Addata Aaj Aar Nei)-কে অবলম্বন করে নির্মিত বাংলা কাহিনীচিত্র (Bengali  Feature Film) 'কফি হাউস' (Cofee House) এই মুহূর্তে মুক্তির প্রহর গুনছে।

'হোয়াইট হর্স পিকচার' (White Horse Picture) প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ নির্দেশিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস'-এর হয়ে আজ প্রকাশ্যে এলেন এই কাহিনীচিত্রের অন্যতম চরিত্রাভিনেত্রী সঙ্গীতা কোনার (Sangita Konar, Actress) ও এই কাহিনীচিত্রের প্লেব্যাক সিঙ্গার বিনোদ রাঠোর (Vinod Rathode, Playback Singer)।

'কফি হাউস'-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "গৌরিপ্রসন্ন মজুমদারের কথায় ও সুপর্ণকান্তি ঘোষ-এর সঙ্গীত পরিচালনায় মান্না দে-র কণ্ঠে গীত বিখ্যাত গান 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' প্রকাশিত হয়েছিল ১৯৮৩ সালে। বাঙালি সমাজে অত্যধিক জনপ্রিয় এই সঙ্গীতকে পৃষ্ঠভূমি রেখে নির্মিত 'কফি হাউস'-এ নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার। কণ্ঠসঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর এই ছবির টাইটেল সং গেয়েছেন।"

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অভিনেত্রী সঙ্গীতা কোনার জানিয়েছেন, "কাহিনীচিত্রের জন্য দৃশ্যগ্রহণ পর্ব শেষ হয়ে গেছে, সঙ্গীতের শব্দগ্রহণ পর্বও শেষ হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই ইংরেজি বছরের শেষদিকে মুক্তি পেতে পারে 'কফি হাউস'। গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই..' গানটায় নিখিলেশ, মৈদুল, ডি'সুজা, রমা রায়, অমল, সুজাতা এবং গায়ক সহ মোট সাত চরিত্রের উল্লেখ ছিল, এই কাহিনীচিত্রে আমি 'সুজাতা'-র চরিত্রে অভিনয় করেছি।"

                                                 ছবি :- রণেশ বিশ্বাস 

Comments