নওরাত্রির প্রথমদিনেই ই এম বাইপাস সংলগ্ন এলাকায় খুলল ক্যাফে ক্যাফেইভা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩ অক্টোবর '২৪):- পবিত্র 'নওরাত্রি'-র প্রথম দিনেই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী সহ মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি-র উপস্থিতিতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন ক্যানেল সাউথ রোডের উপর চালু হল ক্যাফে 'ক্যাফেইভা' (Cafeiva)।


'ক্যাফেইভা'-র কর্ণধার সোহন পোদ্দার জানিয়েছেন, "২৪ জনের বসার উপযুক্ত ৬০০ বর্গফুট স্থান বিশিষ্ট 'ক্যাফেভিয়া'-তে ন্যায্য মূল্যে রকমারি খাদ্য ও পানীয়ের অঢেল সম্ভার পাওয়া যাবে।"
                                                  ছবি : রণেশ বিশ্বাস 

Comments