হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৯ অক্টোবর '২৪):- 'বেঙ্গল আর্ট ফ্যাক্টারি' (Bangal Art Factory)-র পরিচালনায় কোলকাতার 'ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' (Indian Council for Cultural Relations, Kolkata) সংক্ষেপে 'আইসিসিআর' (ICCR)-এ সম্পন্ন হল সংস্থার ১৯৭ তম শিল্প প্রদর্শনী (197th Art Exhibition)।গায়িকা প্রিয়া ভট্টাচার্য, সিভিল ইঞ্জিনিয়ার চন্দ্রসুধা ভট্টাচার্য, শৈবাল সেন-এর মতো একাধিক গুণিজনের উপস্থিতিতে গতকাল সম্পন্ন হয়েছে এই শিল্প প্রদর্শনী।
'বেঙ্গল আর্ট ফ্যাক্টরি'-র পক্ষে কিন্নর ব্যানার্জি জানিয়েছেন, "এই প্রদর্শনীর মাধ্যমে অনেক নতুন শিল্পী তাঁদের শিল্প প্রতিভা ও শিল্পকর্মকে জনসমক্ষে তুলে ধরার সুযোগ পেলেন।"
Comments
Post a Comment