হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৭ অক্টোবর '২৪):- গতকাল সন্ধ্যায় বেহালার 'শরৎ সদন'-এ সম্পন্ন হল 'রিদিমিক ড্যান্স অ্যাণ্ড ফিটনেস স্টুডিও'-র প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান 'প্রগতি'।ভরতনাট্যম ও কুচিপুড়ি বিশেষজ্ঞ সুজাতা রামলিঙ্গম, কত্থক নৃত্যশিল্পী অর্পিতা দত্ত, 'এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউট'-এর কোর্স ডিরেক্টর ডঃ উজ্জ্বল কুমার ঘোষ, 'রিদমিক ড্যান্স অ্যাণ্ড ফিটনেস্ স্টুডিও'-র প্রতিষ্ঠাতা সঙ্গীতা দেব, পার্থ দেব এবং নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব একযোগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।
সংস্থার ছাত্রছাত্রীদের বিবিধ অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যার বিভিন্ন পর্যায়ে 'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো', 'পঞ্চতত্ত্বের প্রকাশ' (ম্যানিফেস্টেশন অব ফাইভ এলিমেন্টস) এবং 'আদিযোগী' নামাঙ্কিত নৃত্যানুষ্ঠানগুলো আগত দর্শকদের বাহবা পায়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অনুষ্ঠানের ভাবনা ও নৃত্যশৈলীর কারিগর তথা সংস্থার অন্যতম চালিকাশক্তি প্রিয়স্মিতা দেব-এর দুই নৃত্যগুরু সুজাতা রামলিঙ্গম এবং অর্পিতা দত্ত-র নৃত্যানুষ্ঠান।
ছবি : মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment