সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে ক্যানসারও অনেক সময় নখদন্তহীন হয়ে পড়ে


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৬ অক্টোবর '২৪):- 'বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাস' (World Breast Cancer Awareness Month) কে উপলক্ষ্য করে হাওড়ার নারায়ণা সুপারস্পেশিয়ালিটি হসপিটাল (Narayana Superspeciality Hospital, Howrah) স্তন ক্যানসার থেকে পরিত্রাণ পাওয়া (Breast Cancer Survivors) ব্যক্তিদের নিয়ে আজ এক সম্মেলন তথা সচেতনতা শিবির আয়োজন করেছিল।

সচেতনতা শিবিরের মূল বিষয় স্পষ্ট করতে গিয়ে ডাঃ বিবেক আগরওয়াল (Dr. Vivek Agarwal, Nerayana Superspeciality Hospital, Howrah) জানান, "ক্যানসার থেকে পরিত্রাণ পাওয়া ব্যক্তিরাই সদ্য ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের সচেতন করতে পারেন, এটাই এই অনুষ্ঠানের অন্যতম মূল লক্ষ্য।"

ডাঃ নেহা চৌধুরী (Dr. Neha Chowdhury, Narayana Superspeciality Haospital, Howrah) জানিয়েছেন, "ক্যানসার রোগ সম্পর্কে একদিকে যেমন সম্যক জ্ঞান রাখা প্রয়োজন, তেমন এই রোগ হলে ভয়ভীতি দূরে সরিয়ে রেখে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক সময়ে সঠিক চিকিৎসা এই মারণরোগকেও বহুলাংশে ঠেকিয়ে রাখতে সক্ষম।"

বলে রাখা ভালো, ক্যানসার রোগাক্রান্ত ব্যক্তিদের সচেতনতা ও সুবিধার্থে হাওড়া-র 'নারায়ণা হসপিটাল'-এর ক্যানসার বিভাগের চিকিৎসকবৃন্দের উদ্যোগে ক্যানসার থেকে পরিত্রাণ পাওয়া ব্যক্তিদের নিয়েই তৈরী হয়েছে 'বেঙ্গল ক্যানসার সাপোর্ট গ্রুপ' (Bengal Cancer Support Group)। আজ এই গ্রুপের সদস্য-সদস্যারাদের নিয়েই হয়ে গেল এই সম্মেলন।

হসপিটালের ফেসিলিটি ডায়রেক্টর তপানি ঘোষ (Tapani Ghosh, Felicity Director, Narayana Superspeciality Haospital, Howrah) জনগণকে আশ্বস্ত করার উদ্দেশ্যে বলেছেন, "আজ থেকে দশ বছর আগেও ক্যানসার রোগ নিয়ে রোগী বা জনগণের মধ্যে যে ভীতি ছিল এখন তা অনেকাংশেই দূরীভূত হয়েছে। আধুনিক চিকিৎসা পদ্ধতির হাত ধরে এখন চিকিৎসায় সাফল্যের হারও অনেক বেড়ে গেছে।"

Comments