গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ২৪ শতাংশ ব্যাবসা বাড়িয়েছে বন্ধন ব্যাঙ্ক
হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৫ অক্টোবর '২৪):- গত বছরের এই সময়ের থেকে এই বছর ২৪ শতাংশ ব্যাবসা বাড়াতে সক্ষম হয়েছে 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' (Bandhan Bank Limited)।
আজ কোলকাতায় ২০২৪-'২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল (Q2 Financial Results for FY '24-'25) ঘোষণার সময় এই তথ্য পরিবেশন করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ব্যাঙ্কের পক্ষ থেকে মুখ্য বিত্ত আধিকারিক রাজীব মন্ত্রী (Rajiv Mantri, Chief Finance Officer, Bandhan Bank Limited), অন্তর্বর্তীকালীন ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রতনকুমার কেশ (Ratankumar Kesh, Interim Managing Director & Chief Executive Officer, Bandhan Bank Limited) এবং ব্যাঙ্কের কার্যনির্বাহী নির্দেশক রাজিন্দর কুমার বব্বর (Rajinder Kumar Babbar, Executive Director, Bandhan Bank Limited) একযোগে জানিয়েছেন, "গত বছরের এই সময়ের তুলনায় এই বছরে ব্যাঙ্কের মোট ২৪ শতাংশ বা ২.৭৩ লক্ষ কোটি টাকার ব্যাবসা বেড়েছে।"
সাংবাদিকদের সামনে ব্যবসার সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, "ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে এই মুহূর্তে খুচরা ব্যবসার পরিমাণ প্রায় ৬৮ শতাংশ, গত বছরের এই সময়ের তুলনায় এই বছর ব্যাঙ্কের আমানত বই বৃদ্ধি পেয়েছে ২৭ শতাংশ, অঙ্কের হিসেবে এই মুহূর্তে মোট আমানতের পরিমাণ ১.৪৩ লক্ষ কোটি টাকা ও মোট অগ্রিমের পরিমাণ ১.৩১ লক্ষ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দাঁড়িয়েছে সামগ্রিক আমানত বইয়ের ৩৩.২ শতাংশ। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR) দাঁড়িয়েছে ১৫.৬ শতাংশ যা ব্যাঙ্ক পরিচালন প্রয়োজনীয়তার চেয়ে বেশি।"
Comments
Post a Comment