রূপকথা শারদ সম্মানে ভূষিত হতে চলেছেন কোলকাতার খ্যাতনামা আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায়


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৫ অক্টোবর '২৪):- বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিবর্গের সাথে এই বছর 'রূপকথা শারদ সম্মান ২০২৪'-এ ভূষিত হতে চলেছেন 'ইনার আই পাবলিক রিলেশন' সংস্থার কর্ণধার তথা কোলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায় (Mrityunjoy Roy, Owner, Inner Eye Public Relation Agency & Eminent Photographer, Kolkata)।


'মানসী রিসার্চ ফাউণ্ডেশন'-এর ছত্রছায়ায় চলা 'রূপকথা' পত্রিকা-র অধ্যক্ষ মানসকুমার ঠাকুর জানিয়েছেন, "আগামী ৩০ অক্টোবর 'ভারত সেবাশ্রম সংঘ'-র 'শ্রীনাথ হল'-এ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিল্প, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবার যে কয়েকজনের হাতে 'রূপকথা শারদ সম্মান' প্রদান করা হবে, মৃত্যুঞ্জয় রায় তাঁদের মধ্যে অন্যতম।"
বলে রাখা ভালো, বিগত ১০ বছর ধরে বাংলা ভাষার প্রচার, প্রসার উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে 'মানসী রিসার্চ ফাউণ্ডেশন'।

Comments