হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৫ অক্টোবর '২৪):- বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিবর্গের সাথে এই বছর 'রূপকথা শারদ সম্মান ২০২৪'-এ ভূষিত হতে চলেছেন 'ইনার আই পাবলিক রিলেশন' সংস্থার কর্ণধার তথা কোলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায় (Mrityunjoy Roy, Owner, Inner Eye Public Relation Agency & Eminent Photographer, Kolkata)।বলে রাখা ভালো, বিগত ১০ বছর ধরে বাংলা ভাষার প্রচার, প্রসার উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে 'মানসী রিসার্চ ফাউণ্ডেশন'।
Comments
Post a Comment