আগামীকাল থেকে কোলকাতার মেট্রো স্টেশনগুলোতে দেখা যাবে পুজো এলো শীর্ষক মিউজিক ভিডিও


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১ অক্টোবর '২৪):- বিধায়ক মদন মিত্র-র উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে নীতু এবং কুনাল সাহা প্রযোজিত এবং দেবাঞ্জন চন্দ্র পরিচালিত ও ট্যাপশন মিডিয়া নিবেদিত বাচ্চাদের পুজো অ্যালবাম 'পুজো এলো'-র ঝলক।

মিউজিক ভিডিও দুই প্রযোজক কুনাল সাহা ও নিতু সাহা একযোগে জানিয়েছেন, "মহালয়ার সকাল থেকেই কোলকাতা মেট্রো রেলের সবকটা স্টেশনে দেখানো হবে গীতিকার অভিজিৎ পালের লেখা গানের উপর আধারিত মিউজিক ভিডিও অ্যালবাম 'পুজো এলো'।

একঝাঁক কচিকাঁচাদের উপস্থিতিতে তাদের দিয়েই নির্মিত দৃশ্যশ্রাব্য 'পুজো এলো'-র উদ্বোধনী মুহূর্তে কচিকাঁচাদের উত্তেজনা ছিল দেখার মত। কচিকাঁচাদের আনন্দে মদন মিত্রকেও অন্যভাবে সামিল হতে দেখা গিয়েছে।

                                                 ছবি :- মৃত্যুঞ্জয় রায় 

Comments