এই বছর ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর উদ্বোধন হবে ২৯ অক্টোবর


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৮ অক্টোবর '২৪):- "এই বছর কোলকাতার ফাটাকেষ্ট খ্যাত কালীপুজো (Fatakeshta Fame Worship of Goddess Kali)-র উদ্বোধন হবে ২৯ অক্টোবর।"

পুজো আয়োজকদের তরফে প্রবন্ধ রায় ওরফে ফান্টা (Probondha Roy @ Fanta) আজ জানিয়েছেন, "আগামী ২৯ অক্টোবর সন্ধ্যায় বিশিষ্টজনেদের সম্মুখে 'ফাটাকেস্ট' খ্যাত কালীপুজোর এবছরের মাতৃমণ্ডপের দ্বারোদ্ঘাটন এবং মাতৃপ্রতিমার অবয়ব উন্মোচন করা হবে। মাতৃ আরাধনার প্রাক্কালে পড়শুদিন অর্থাৎ আগামী রবিবার এলাকার মানুষদের নিখরচায় বিবিধ রকমের স্বাস্থ্য পরীক্ষা (Free of Cost Health Checkup & Pathological Test Camp)-র ব্যবস্থা করা হয়েছে।

বলে রাখা ভালো, ফাটাকেষ্টর মৃত্যুর পর থেকে তাঁর নামে পরিচিত কালীপুজোর ভার কাঁধে তুলে নিয়েছে কোলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিটের 'নব যুবক সংঘ'।

'নব যুবক সংঘ'-র তরফ থেকে জানানো হয়েছে, "স্বাস্থ্য পরীক্ষা শিবিরে একদিকে যেমন খ্যাতনামা চিকিৎসকগণ এলাকার জনগণের স্বাস্থ্য পরীক্ষা করবেন তেমনই থাকবে নানানরকমের প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা।"

সূত্রের খবর অনুযায়ী যে যে প্যাথলজিক্যাল পরীক্ষা করা হবে তা হল :
সুগার (ফাস্টিং, পি.পি, রেন্ডাম),
লিপিড প্রোফাইল,
ইউরিক অ্যাসিড,
এইচ বি এ ওয়ান সি,
হিমোগ্লোবিন,
থাইরয়েড প্রোফাইল,
এল.এফ.টি,
ই.সি.জি,
ফ্যাটি লিভার ইনডেক্স,
এন.টি-প্রো বি.এন.পি,
বি. এম. ডি,
পি. এফ. টি,
এছাড়াও নিউরোপ্যাথি, ফিজিওথেরাপি, অডিওমেট্রি, ইউরোফ্লোমেট্রি ও অন্যান্য বিষয়।

অন্যদিকে দাঁত, স্ত্রী ও প্রসূতি রোগ, চর্ম, নাক-কান-গলা, শিশুরোগ, হাড়, স্নায়ুরোগ, মনোরোগ,
কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট
এবং চাইল্ড কাউন্সেলিং-এর মতো বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আগত ব্যক্তিদের চিকিৎসা পরিষেবা প্রদান করবেন।

স্বাস্থ্য শিবির আয়োজকবৃন্দদের তরফে জানানো হয়েছে, "নিখরচায় চিকিৎসা পরিষেবা নিতে ইচ্ছুক ব্যক্তিগণকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আসার সময় নিজ চিকিৎসকের দেওয়া সর্বশেষ ব্যাবস্থাপত্র (Prescription)-টা সাথে করে আনতে ও দেখাতে হবে।"
                                                         ছবি :- গ্যালারি

Comments