হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৮ অক্টোবর '২৪):- কোলকাতার উপর থেকে মন্দাকিনীর মোহভঙ্গ ঘটিয়ে ছাড়ল শুধুমাত্র এক ওয়াশরুম।পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় চলা কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস' (Academy of Fine Arts, Kolkata)-র 'ওয়াশরুম' (Washroom) থেকে বেরিয়ে আজ স্পষ্টতই উষ্মা প্রকাশ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী (Mandakini, Indian Actress)।
অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে থাকা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (Panchali Munshi, Jt. Commissioner, Department of Revenue, Ministry of Finance, Government of West Bengal)-র দিকে তাকিয়ে অনুযোগের সুরেই মন্দাকিনী বলেন, "এখানকার কোনো কর্মীরাই কী ওয়াশরুমে কখনো ঢোকেন না !"
ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সংবাদমাধ্যমের গোটা দুয়েক আলোকচিত্রী ও এক সাংবাদিকের সামনেই তিনি 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর 'ওয়াশরুম' সম্পর্কে এই অভিযোগ প্রকাশ করেন।
সাংবাদিক ও আলোকচিত্রীদের সামনে ভিন রাজ্যের এক বর্ষীয়ান অভিনেত্রী তথা নায়িকার মুখ থেকে অব্যবস্থার অভিযোগ পেয়ে কার্যত লজ্জায় বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন পাঞ্চালি মুন্সী।
এই ঘটনার পরে তড়িঘড়ি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেই ঘটনাস্থল ত্যাগ করেন মন্দাকিনী।
বলে রাখা ভালো, আলোকচিত্রী অনুপম হালদার-এর 'মা আসছে' নামাঙ্কিত ১০ম একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে মন্দাকিনী আজ 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ এসেছিলেন।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ প্রায় দিন কোনো না কোনো স্বনামধন্য ব্যক্তি আসেন। তাঁদের মধ্যে অনেকেরই হয়তো কোনো সময় 'ওয়াশরুম' ব্যবহার করার প্রয়োজন হতে পারে, কিন্তু 'ওয়াশরুম' যদি অপরিষ্কার বা দুর্গন্ধযুক্ত হয় বা সেখানে যদি জলের যোগান অপ্রতুল থাকে তা শুধু ব্যবহারকারী বা ব্যাবহারকারিণীর জন্যই অস্বস্তিকর নয় বরং তা পশ্চিমবঙ্গ সরকারের সুনামের পক্ষেও পথের কাঁটা বিশেষ।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ প্রায় দিন কোনো না কোনো স্বনামধন্য ব্যক্তি আসেন। তাঁদের মধ্যে অনেকেরই হয়তো কোনো সময় 'ওয়াশরুম' ব্যবহার করার প্রয়োজন হতে পারে, কিন্তু 'ওয়াশরুম' যদি অপরিষ্কার বা দুর্গন্ধযুক্ত হয় বা সেখানে যদি জলের যোগান অপ্রতুল থাকে তা শুধু ব্যবহারকারী বা ব্যাবহারকারিণীর জন্যই অস্বস্তিকর নয় বরং তা পশ্চিমবঙ্গ সরকারের সুনামের পক্ষেও পথের কাঁটা বিশেষ।
Comments
Post a Comment