হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৩ অক্টোবর '২৪):- এই বছর শারদীয়া দুর্গোৎসবে আসামের শিলচরে সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন স্ট্যাণ্ডআপ কমেডিয়ান ও লাফটার চ্যালেঞ্জ বিজয়ী সুনীল পাল এবং সারেগামাপা-র দুই বিজয়ী শিল্পী বিবেক মুখার্জি ও অলিভা চক্রবর্তী।শিলচরের অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দূর্গাপুজো এবার ১০৫ তম বর্ষে পদার্পণ করল। দুর্গোৎসবকে স্মৃতির মণিকোঠায় স্মরণীয় করে রাখার জন্যই পুজোর আয়োজকবৃন্দের তরফে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।
পুজো কমিটির সভাপতি তমাল বণিক জানিয়েছেন, "এবারের উৎসবে সুনীল পাল, বিবেক মুখার্জি ও অলিভা চক্রবর্তী-র সাথে মিমিক্রি শিল্পী ও সঞ্চালক অভিষেক তিওয়ারিকে সংবর্ধিত করতে পেরে আমরা ধন্য হয়েছি।"
পুজো কমিটির সভাপতি তমাল বণিক জানিয়েছেন, "এবারের উৎসবে সুনীল পাল, বিবেক মুখার্জি ও অলিভা চক্রবর্তী-র সাথে মিমিক্রি শিল্পী ও সঞ্চালক অভিষেক তিওয়ারিকে সংবর্ধিত করতে পেরে আমরা ধন্য হয়েছি।"
ছবি :- মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment