নিজস্ব প্রতিনিধি
বারাসাত (১২ অক্টোবর '২৪):- উৎসবের মুহূর্তে নবমীর অপরাহ্ণে বারাসাত জংশন স্টেশন এবং হাটখোলা বাজার সংলগ্ন এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের কিশোর-কিশোরীদের হাতে পরিধেয় নতুন পোশাক (New Dressess) তুলে দিল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation) সংক্ষেপে 'ডাব্লু বি ও এফ' (WBOF)।সংস্থার কর্ণধার কালীদাস কর্মকার (Kalidas Karmakar, Settler, West Bengal Oxygen Foundation) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গ রূপে গতকাল ৫ থেকে ১০ বছরের ৯০ জন শিশু ও কিশোর-কিশোরীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।"
সংস্থার কোষাধ্যক্ষ ডেভিড কিশোর হেমব্রম (Devid Kishore Hembram, Treasurer & Trustee, West Bengal Oxygen Foundation) বলেছেন, "স্থানীয় যুবক আকাশ ব্যানার্জি-র আংশিক আর্থিক সহায়তায় এই বছর দুর্গনবমী তিথির পবিত্র মুহূর্তে সমাজের কয়েকজন শিশু ও কিশোর-কিশোরীদের মুখে সামান্য হলেও হাসি ফোটানো সম্ভব হয়েছে।"
ছবি :- সৌম্য দলুই
Comments
Post a Comment