সহজ পাঠকে ভাবনায় রেখে দুর্গামণ্ডপ সাজাতে চলেছে সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২ অক্টোবর '২৪):- শিশুপাঠ্য 'সহজ পাঠ'-কে পাথেয় (Theme : Sahaj Path) করে দুর্গোৎসবের রজতজয়ন্তী বর্ষ (Silver Jubilee Year)-এ পদার্পণ করতে চলেছে কোলকাতা টেগোর পার্ক অঞ্চলের 'সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন' (South East Kolkata Cultural Association)।

এখানকার পুজো আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, "এই বছর একচালার প্রতিমা-কে মণ্ডপে এনে ধর্মীয় রীতিনীতি মেনে আরাধনা করা হবে।"

সংগঠনের সভাপতি স্বপন পায়রা, সম্পাদক ডঃ পি কে রায়চৌধুরী একযোগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "সহজ পাঠ সংক্রান্ত ভাবনাকে সাকার করার দায়িত্বে রয়েছেন শিল্পী সঞ্জয় ঘোষ। শিল্পী ও তাঁর সহযোগীদের হাত ধরে দর্শকবৃন্দের কাছে এই বছর আমাদের দুর্গামণ্ডপ হয়ে উঠতে চলেছে এক দর্শনীয় স্থান।"
পুজোকে ঘিরে স্থানীয় মহিলা ও কচিকাঁচাদের উৎসাহ এখন থেকেই সবার চোখে পড়ছে।
                                                   ছবি :- মৃত্যুঞ্জয় রায় 

Comments