হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১ অক্টোবর '২৪):- বিধায়ক মদন মিত্র-র উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় সামনে এল 'স্প্রিং ওয়াটার','আর এন্টারটেনমেন্ট' ও 'ভিজুয়াল লেন্স' প্রয়োজিত ও রাকেশ পাণ্ডে পরিচালিত দৃশ্যশ্রাব্য অনুষ্ঠান 'দশরূপে দশভুজা'-র সুদৃশ্য পোস্টার।
প্রযোজক সংস্থাদের তরফে জানানো হয়েছে, "আগামী মহালয়ার পবিত্র তিথিতে সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই অনুষ্ঠান দেখানো হবে। ৪৬ মিনিটের এই দৃশ্যশ্রাব্য অনুষ্ঠানে মা দুর্গার চরিত্রে অভিনয় করেছেন রূপসা চৌধুরী এবং অসুরের চরিত্রে অভিনয় করেছেন ঝন্টু দে।"
অনুষ্ঠানে মদন মিত্রর সাথে উপস্থিত ছিলেন উদ্যোগপতি কুনাল সাহা, নিতু সাহা এবং 'দশরূপে দশভুজা'-র শিল্পীগণ।
ছবি :- মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment