হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৮ সেপ্টেম্বর '২৪):- পশ্চিমবঙ্গ সরকারের 'উপভোক্তা বিষয়ক বিভাগ'-এর ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র (Biplab Mitra, MIC, Department of Consumer Affairs, Government of West Bengal)-র উপস্থিতিতে কোলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী রূপে সম্মানিত হলেন অনুপম হালদার (Anupam Halder, Photo Artist)।আজ রাজারহাট নিউটাউনের এক বিলাসবহুল হোটেলে 'কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ' এবং লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪' শীর্ষক এক অনুষ্ঠানের মঞ্চে তাঁকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
'এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড'-এর দুই অংশীদার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ একযোগে আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অনুপম হালদারকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই বেশি সম্মানিত বোধ করছি।"
আয়োজক সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে, "অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি মিলিয়ে মোট ১৬ জনের হাতে 'লিডারশিপ আচিভমেন্ট আওয়ার্ড ২০২৪' তুলে দেওয়া হয়েছে। উল্লেখ যোগ্য পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন সাংবাদিক দুর্গা দাস ব্যানার্জি, সমাজকর্মী চিন্ময় চ্যাটার্জি প্রমুখ ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন উচ্চাঙ্গ সংগীত শিল্পী রাখী দত্ত দেব।
-- ছবি :- মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment