নিজস্ব প্রথা অনুযায়ী পুরাতন মূর্তির পাশে নতুন গণেশ মূর্তি বসিয়েই পুজো করে কোলকাতার রায় বাড়ি


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৭ সেপ্টেম্বর '২৪):- গণেশ চতুর্থীর উদয় যোগে পবিত্র বৈদিক মন্ত্র যোগে আজ পার্বতীপুত্র, বিঘ্নবিনাশক সিদ্ধিদাতা ভগবান গণেশের শাস্ত্রসম্মত পুজো সারল কোলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর গা লাগোয়া রাজা লেন-এর 'রায় বাড়ি'

সিদ্ধিবিনায়ক-এর পুজো উপলক্ষ্যে গতকাল রাত থেকেই এই বাড়ির ব্যস্ততা ছিল দেখার মতো।
পুজোর অবসরে বাড়ির বড়োকর্তা সঞ্জয় রায় জানিয়েছেন, "নিজস্ব রীতি রেওয়াজ মেনে প্রত্যেক বছরের মতো এই বছরেও বাড়ির প্রবীন ও নবীন সদস্যরা একযোগে গণপতি আরাধনায় রত হয়েছে।"

'রায় বাড়ি'-র মূল মালিক প্রয়াত বিজয়কৃষ্ণ রায়-এর জীবদ্দশায় এই বাড়িতে বিভিন্ন সময় এসেছেন রূপালী পর্দার একাধিক অভিনেতা অভিনেত্রীগণ। পরবর্তী সময় এই বাড়ি কিছু সময়ের জন্য হয়ে উঠেছিল কোলকাতার নামকরা সাংবাদিকদের একধরনের বিচরণ ক্ষেত্র।
এই মুহূর্তে প্রয়াত বিজয়কৃষ্ণ রায়-এর সুযোগ্য সন্তানসন্ততিরাই নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করছেন গণেশ পুজো।


'রায় বাড়ি'-র ছোটোকর্তা তথা 'ইনার আই' পি আর হাউজের কর্ণধার মৃত্যুঞ্জয় রায় জানিয়েছেন, "নবীন প্রজন্মের উৎসাহ উদ্দীপনা ও প্রচেষ্টার ফলে এইবছরেও সুচারুভাবে সম্পন্ন হল গণেশ পুজো।"


প্রবীণ সদস্যদের পাশাপাশি বাড়ির নবীন প্রজন্মের তরফ থেকে স্বস্তিকা রায় জানিয়েছেন, "বাড়ির প্রচলিত নিয়ম অনুসারে প্রতিবছর আগের বছরের পূজিত গণেশ মূর্তি-র পাশে নতুন গণেশ মূর্তি বসিয়েই এই বাড়িতে পুজো হয়ে আসছে। 'সৌভাগ্য চতুর্থী' তিথির অবসান হলে একদিকে যেমন গঙ্গাবক্ষে পুরাতন প্রতিমার নিরঞ্জন দেওয়া হবে তেমনই আসনে বসানো হবে পূজিত প্রতিমাকে।"  

Comments