বাবুল সুপ্রিয়র উপস্থিতিতে রক্তদান শিবির সম্পন্ন করল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেল


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২২ সেপ্টেম্বর '২৪):- উৎসবের প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের মন্ত্রী বাবুল সুপ্রিয়-র উপস্থিতিতে 'মেগা ব্লাড ডোনেশন হেল্থ অ্যাণ্ড আই চেক আপ ক্যাম্প ২০২৪' সম্পন্ন করল 'পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল'।

রক্তদান শিবির শুরুর সময় শিবির পরিদর্শন করে সংগঠনের সকল সদস্য-সদস্যাদের উৎসাহ বর্ধন করেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কোলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য তথা দক্ষিণ কোলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার


রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে সংগঠনের সাধারণ সম্পাদক জুনেইদ খান এবং রাজ্য সম্পাদক মুরাদ এস মামুদ আজ একযোগে জানান, "আজকের চক্ষু পরীক্ষা শিবির থেকে চিহ্ণিত ২৫ জন ব্যক্তিকে বিনামূল্যে চক্ষু শল্য চিকিৎসার ব্যবস্থা করবে সংগঠন।"

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মোঃ নাদিমুল হক সহ কোলকাতা পৌরনিগমের একাধিক জনপ্রতিনিধি।
                                                ছবি :- রণেশ বিশ্বাস 

Comments