হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৪ সেপ্টেম্বর '২৪):- 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল' (R G Kar Medical College & Hospital)-এর অভ্যন্তরে জনৈক মহিলা চিকিৎসক তথা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ার প্রাতিষ্ঠানিক ধর্ষণ ও হত্যা (Institutional Rape & Murder Case) মামলার অভিঘাতে সমগ্র পশ্চিমবঙ্গ যখন প্রায় স্তব্ধ, ঠিক সেই সময় গত ১ সেপ্টেম্বর 'কাউন্ট মেট্টী ইলেক্ট্রো- হোমিওপ্যাথিক ফোরাম পশ্চিমবঙ্গ' (Count Mattei Electro-Homeopathic Forum, West Bengal)-এর সহযোগিতায় এবং 'বায়োইকিউভ্যালেন্স স্টাডি সেন্টার, যাদবপুর বিশ্ববিদ্যালয়' (Bioequivalance Study Center, Jadavpur University)-এর পরিচালনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ কে পি বাসু হল (Dr.K P Basu Hall, Jadavpur University)-এ হয়ে গেল 'ইলেক্ট্রোহোমিওপ্যাথি ফার্মেসি'-র উপর এক জাতীয় স্তরের আলোচনা সভা।আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, "জাতীয় স্তরের এই আলোচনা সভায় প্রায় ২০০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।"
Comments
Post a Comment