হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৬ সেপ্টেম্বর '২৪):- জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা-র উপস্থিতিতে গণেশ চতুর্থীর শুভ সন্ধ্যায় ধুমধাম সহকারে উদ্বোধন হল 'সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর চতুর্দশ তম বর্ষের গণেশ পুজো।বিধায়ক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত গণেশ ঠাকুর, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, কোলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়াল চৌধুরী, প্রযোজক বিজয়প্রসাদ গোয়েল, সমাজকর্মী প্রবন্ধ রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
ছবি :- রণেশ বিশ্বাস
Comments
Post a Comment