কথা ও কবিতার উদ্যোগে আলোর মুখ দেখল আবৃত্তি বিষয়ক সম্পাদিত গ্রন্থ আবৃত্তি-আচার্য উৎপল কুণ্ডু


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৫ সেপ্টেম্বর '২৪):- আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডু-র ৭৫ তম জন্মবার্ষিকীর প্রাক্কালে 'কথা ও কবিতা, শিলিগুড়ি'-র আয়োজনে আজ কোলকাতার 'শিশির মঞ্চ'-এ 'উৎপল যাপন' নামাঙ্কিত এক নাতিদীর্ঘ অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল বাচিক শিল্পী উৎপল কুণ্ডু বিষয়ক সম্পাদিত গ্রন্থ 'আবৃত্তি-আচার্য উৎপল কুণ্ডু'।

বলে রাখা ভালো, ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উৎপল কুণ্ডু, তাঁর শিক্ষা জীবনের বড়ো অংশ কেটেছে বিহারে, কবিতা অন্ত প্রাণ এই বাঙালী কবিতাকে ভালোবেসেই একসময় কাজ ছেড়ে ঝাঁপিয়ে পড়েন কবিতার শ্রীবৃদ্ধির লক্ষ্যে।

কোলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলের বিভিন্ন পরিচিত মুখের সম্মুখে এবং বাচিক শিল্পী তথা অভিনেতা রজত বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী উৎপল কুণ্ডু, ডাঃ পার্থপ্রতিম পান ও চন্দন মজুমদারকে পাশে নিয়ে পরম্পরা প্রকাশন কর্তৃক প্রকাশিত এবং পার্থপ্রতিম পান সম্পাদিত 'আবৃত্তি-আচার্য উৎপল কুণ্ডু' নামাঙ্কিত পুস্তকের আবরণ উন্মোচন করেন ডঃ পবিত্র সরকার

বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মাঝেও পুস্তক উন্মোচন ও 'উৎপল যাপন' শীর্ষক অনুষ্ঠানে জনসমাগম নেহাত মন্দ হয় নি।

অনুষ্ঠানের কেন্দ্রীয় চরিত্র তথা আবৃত্তি শিল্পী উৎপল কুণ্ডু-র নিজকণ্ঠের আবৃত্তিগুলো উপস্থিত ব্যক্তিদের মন্ত্রমুগ্ধ করে দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত থেকে উৎপল কুণ্ডু-র জীবনের নানান উল্লেখযোগ্য দিকের উপর আলোকপাত করেন বিজয়লক্ষ্মী বর্মন, প্রণতি ঠাকুর ও সুকুমার ঘোষ।

অনুষ্ঠানে কথা ও কবিতা-র শিল্পীদের কবিতা উপস্থাপন ছিল এই অনুষ্ঠানের বাড়তি পাওনা।

Comments