হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৭ সেপ্টেম্বর '২৪):- বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে সল্টলেকের 'সিটি সেন্টার'-এর 'এ ব্লক'-এর দোতলায় অবস্থিত মহিলাদের পোশাক বিপণি 'বিবা' (BIBA)-য় উপস্থিত হয়ে 'বিবা-র পুজো সংগ্রহ' (BIBA'S PUJO COLLECTION)-র শুভ সূচনা করলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী (Ritabhari Chakroborty, Artist, Tollywood Film Industries)।আজ অভিনেত্রীর পাশে দেখা গেছে তাঁর জন্মদাত্রী মা'কে।
'বিবা'-র তরফ থেকে জানানো হয়েছে, "মহিলাদের চুড়িদার, প্লাজো থেকে শুরু করে হাল আমলের রকমারি পোশাক সুলভ মূল্যে এখানে পাওয়া যাবে।"
Comments
Post a Comment