হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৪ সেপ্টেম্বর '২৪):- "১৮ বছর বয়সের উপরে যেকোনো ব্যক্তিই শেয়ার বাজার (Share Market)-এ অর্থ বিনিয়োগ (Money Invest) করতে পারেন," বলে নিজের মতামত ব্যক্ত করেছেন 'আনন্দ ফিনান্সিয়াল সার্ভিসেস'-এর অর্থনৈতিক উপদেষ্টা ও নির্দেশক আনন্দ গুপ্তা (Anand Gupta, Financial Advisor & Director Anand Financial Services)।বর্তমানে ভারতীয় শেয়ার বাজার (Share Market of India) কী প্রকৃতই অস্থির (Volatile) নাকি স্থির (Stable) এই বিষয়ে কোলকাতায় সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই কথা জানান।
যদিও শেয়ার বাজারে অর্থ বিলগ্নিকরণে উৎসাহী ব্যক্তিদের সতর্ক করে তিনি এও বলেছেন, "উপযুক্ত জ্ঞান ছাড়া এই জগতে পদার্পণ করতে গেলে ভরাডুবির সম্ভাবনাও কম নেই।"
এই মুহূর্তে দেশের যুবসমাজ যখন উচ্চশিক্ষিত হয়েও সহজে সরকারী বা বেসরকারী চাকরি পাচ্ছেন না তখন জীবন ধারণের জন্য বিকল্প পথ হতেই পারে শেয়ার বাজার সম্পর্কিত কার্যকলাপ।
আনন্দ গুপ্তা তাঁর অতি সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে শেয়ার বাজারে অর্থবিলগ্নীকরণ করতে আগ্রহী ব্যক্তিদের উদ্দেশ্যে বেশ কিছু জ্ঞানমুলক কথা বলেছেন। আগ্রহী ব্যক্তিদের কী করা উচিত আর কী করা অনুচিত সে বিষয়ে তিনি বলেছেন :-
কী করবেন
১) প্রথমে নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেয়ার বাজার সম্পর্কিত জ্ঞান লাভ করুন,২) নিজস্ব ডি ম্যাট অ্যাকাউন্ট খুলুন,
৩) কোনো সংস্থায় টাকা নিয়োগ করার আগে সংস্থার অর্থনৈতিক অতীত, বর্তমান ও ভবিষ্যত খতিয়ে দেখুন,
৪) দেশ ও বিদেশের প্রাকৃতিক, অর্থনৈতিক ও ভৌগলিক তথা সামাজিক অবস্থা বিবেচনা করে তবেই অর্থলগ্নি করুন,
৫) নামজাদা সংস্থায় দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করুন।
কী করবেন না
১) শেয়ার বাজার সম্পর্কে কিছু না জেনে এই বাজারে টাকা খাটাবেন না।২) প্রকৃত শেয়ার ট্রেডিং সংস্থার মাধ্যমে অভিনিবেশ করুন,
৩) কোনো অবস্থাতেই একটা সংস্থায় সব টাকা বিলগ্নী করবেন না।
৪) প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধবিগ্রহ তথা অর্থনৈতিক মন্দার সময় কোথাও বড়ো অঙ্কে টাকা বিনিয়োগ করবেন না,
৫) প্রথম দিকে দৈনিক শেয়ার, হেজিং প্রভৃতি এড়িয়ে চলুন।
আনন্দ গুপ্তা মুখে যাই বলুক বাস্তবে শেয়ার বাজার হল এক ধরনের ঝুঁকিপূর্ণ বাজার। এখানে চোখের পলকে যেমন অনেক অখ্যাত সংস্থা বিপুল অঙ্কের অর্থ বাজার থেকে তুলতে সমর্থ হচ্ছে, ঠিক তেমনই বিভিন্ন কারণবশত অনেক সময় অনেক নামীদামি সংস্থার শেয়ার মূল্যেও চোখের সামনে ধ্বসে যাচ্ছে।
তাই এই বাজারে অর্থ বিনিয়োগ করার আগে অনেক বিষয়ে সতর্ক হওয়া একান্ত প্রয়োজন। খেলোয়াড় সুলভ মানসিকতা এই জগতের জন্য খুবই দরকার।
বলে রাখা ভালো, আনন্দ গুপ্তা নিজেও একজন স্বনামধন্য ক্রীড়াবিদ। ৩৫ উর্ধ ভারতীয় ক্রিকেট দলের তিনি একজন সম্মানিত খেলোয়াড়। খেলার সুবাদে কয়েকদিনের মধ্যেই তাঁকে বিদেশ যেতে হবে।
Comments
Post a Comment