৪ অক্টোবর মুক্তি পেতে চলেছে বাংলা কাহিনীচিত্র আনন্দ বিদায়


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩০ সেপ্টেম্বর '২৪):- উৎসবের প্রাক্কালে কাহিনীকার রাজগোলক-এর কাহিনী অবলম্বনে 'গজরাজ মুভিজ অ্যাণ্ড এন্টারটেনমেন্ট' নিবেদিত, সুমিতা দাস প্রযোজিত ও চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ রায় নির্দেশিত পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্র 'আনন্দ বিদায়'-এর পোস্টার ও প্রমো মুক্তি ঘটল আজ।

প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "এক অন্ধ ছেলের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

'আনন্দ বিদায়'-এর পরিচালক জানিয়েছেন, "নবাগত প্রতীক ও দিয়া-কে দেখা যাবে এই কাহিনীচিত্রে। আগামী ৪ অক্টোবর পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে ১০০ মিনিটের এই কাহিনীচিত্র।"
                                             -ছবি :- সোমনাথ সাহা

Comments