হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৯ সেপ্টেম্বর '২৪):- পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল 'ব্লু বার্ড এন্টারটেনমেন্ট' নিবেদিত ও 'হ্যালো স্কাই ইভেন্টস' পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা 'ইণ্ডী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল '২৪।
চলচ্চিত্র উৎসবের দুই প্রধান আয়োজক সৌভিক দে এবং সায়নদীপ চৌধুরী একযোগে জানিয়েছেন, "চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার জন্য মোট ৬০ টা আবেদন জমা পড়েছিল, প্রথম বাছাইয়ের পর তার মধ্যে থেকে ১৫ টা চলচ্চিত্রকে উপযুক্ত বলে বিবেচনা করা হয়। আজ দেবলীনা দত্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব ঘোষ ও বাদল সরকার-এর মতো বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট জনদের উপস্থিতিতে নির্বাচিত ১৫ টা চলচ্চিত্রের প্রতিযোগিতা মূলক প্রদর্শনী হল। প্রদর্শনীর শেষে ১৫ টা চলচ্চিত্রের মধ্যে থেকে ৩ টে চলচ্চিত্রকে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান করা হয়েছে।" -ছবি : মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment