এম রাজশেখর
মুম্বাই (২৭ সেপ্টেম্বর '২৪):- 'রিলায়েন্স ইণ্ডাস্ট্রীজ লিমিটেড'-এর নির্দেশক অনন্ত মুকেশ আম্বানি (Ananat Mukesh Ambani, Director, Reliance Industries Limited) ও 'ব্রিটিশ পাওয়ার'-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মুরে আউচিনক্লস (Murray Auchincloss, Chief Executive Officer, BP Pulse)-এর উপস্থিতিতে ভারতের ৫ হাজার তম 'জিও বিপি চার্জিং পয়েন্ট' রূপে মুম্বাইয়ের 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এ চালু হল 'জিও বিপিএস'-এর ৫০০ তম ইভি চার্জিং স্টেশন।'রিলায়েন্স ইণ্ডাস্ট্রীজ লিমিটেড'-এর জারি করা প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, '... বান্দ্রা কুর্লা কমপ্লেক্স-এ অবস্থিত নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র, জিও ওয়ার্ল্ড প্লাজা এবং জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার-এ আগত অতিথিদের সুবিধার লক্ষ্যে নির্মিত হয়েছে।
বলে রাখা ভালো, জিও বিপি-র যৌথ উদ্যোগে গত এক বছরে ১,৩০০ থেকে ৫ হাজার ইভি চার্জিং স্টেশন নির্মিত হয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশ চার্জিং স্টেশনকেই ফার্স্ট চার্জিং স্টেশন বলে আখ্যায়িত করা হয়েছে।'
Comments
Post a Comment