হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৫ সেপ্টেম্বর '২৪):- কালীপুজোর পর আগামী নভেম্বরে মুক্তি পেতে চলেছে 'ওয়াইড অ্যাঙ্গেল মিডিয়া' নিবেদিত, অনির্বাণ নন্দী প্রযোজিত ও রাজন্য রিফাত পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র (Full length Bengali Feature Film) 'বেস্ট ফ্রেন্ডস' (Best Friends)।'এফ এম ডি মিউজিক'-এর কর্ণধার রমেশ ভান্ডারী, 'বেস্ট ফ্রেণ্ডস'-এর প্রযোজক অনির্বাণ নন্দী, সঙ্গীত পরিচালক অশোক দাস, অভিনেত্রী কেকা ব্যানার্জী, প্রযোজক কুণাল সাহা, সমাজকর্মী ঝন্টু দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কাহিনীচিত্রের চারটে গানের শুভ মুক্তি ঘটেছে।
সাংবাদিক সম্মেলনে এই কাহিনীচিত্রের প্রযোজক অনির্বাণ নন্দী (Anirban Nandi, Producer, Best Friends) জানিয়েছেন, "মৌবনী সরকার, প্রতীক সেন, সৌরভ চ্যাটার্জী, সায়ন্তনী গুহঠাকুরতা, বেদশ্রী পতিতুন্ডু প্রমুখ একঝাঁক শিল্পীর অভিনয় সমৃদ্ধ এই কাহিনীচিত্রে গীতিকার শ্রী বরুণ-এর কথায় ও সুরকার অশোক দাস-এর সঙ্গীত পরিচালনায় চারটে গানে কন্ঠ দান করেছেন শান, কুণাল গাঞ্জাওয়ালা, অন্বেষা দত্ত গুপ্ত ও শুভজিৎ।"
'বেস্ট ফ্রেণ্ডস'-এর প্রযোজক আরো জানিয়েছেন, "আগামী দু একদিনের মধ্যে এই চারটে গান 'এফ এম ডি মিউজিক চ্যানেল' (FMD Music Channel) নামাঙ্কিত ইউটিউব চ্যানেল-এ দেখতে পাওয়া যাবে।"
-- ছবি : মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment