পিছিয়ে পড়া সমাজের ১৫ জন মহিলার হাতে ইলেকট্রিক স্কুটারের চাবি তুলে দিল ইন ড্রাইভ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৮ সেপ্টেম্বর '২৪):- অভিনেতা তথা 'ইন ড্রাইভ' সংস্থার ভারতীয় দূত বিক্রান্ত ম্যাসে (Vikrant Massey, Actor & Brand Ambassador for India, in Drive)-র উপস্থিতিতে পিছিয়ে পড়া সমাজের ১৫ জন মহিলার হাতে স্কুটারের চাবি তুলে দিল 'ইন ড্রাইভ' (in Drive)।

আজ কোলকাতার ই এম বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে 'ইন ড্রাইভ' এবং 'রক্ষক ফাউণ্ডেশন'-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'ড্রাইভিং নারী' (Driving Naari) নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন নারীর হাতে ইলেকট্রনিক স্কুটার তুলে দেওয়া হয়।


ভারতের দায়িত্ব প্রাপ্ত 'ইন ড্রাইভ'-এর প্রবন্ধক প্রতীপ মজুমদার (Pratip Mazumder, Country Manager India, in Drive) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "নারী সশক্তিকরণকে মান্যতা দিতেই সংস্থা এই মহান উদ্যোগ গ্রহণ করেছে।"

অপরপক্ষে 'রক্ষক ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য চৈতালী দাস (Chaitali Das, Managing Trustee, Rakshak Foundation) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "নারী ক্ষমতায়ণের এই মহান কর্মযজ্ঞের অন্যতম কাণ্ডারী হতে পেরে আমরা আপ্লুত।"

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "ড্রাইভিং নারী প্রোগ্রামের অধীনে নারীরা সংস্থার তরফ থেকে ড্রাইভিং প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স, বৈদ্যুতিক স্কুটি, স্মার্টফোন, ইনড্রাইভ প্ল্যাটফর্মে নিবন্ধন, কোনও সার্ভিস ফি ছাড়া আয়, চিকিৎসা বিমা, সেফ ড্রাইভের জন্য হেল্পলাইন, সেফটি ডিভাইস ইত্যাদি নানান সুবিধা পাবেন।"

Comments