হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৬ সেপ্টেম্বর '২৪):- গত ১৪ সেপ্টেম্বর দীঘার 'হোটেল পবিত্র যমুনা'-য় আয়োজিত 'লাইভ মিউজিক কনসার্ট' শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের জনৈক কর্মচারীর হাতে আর্থিক সহায়তা রাশি তুলে দিলেন বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।
সহায়তা রাশি প্রদান করে অনুপম হালদার জানান, "উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ প্রাপকের হাতে এই সহায়তা রাশি প্রদান করা হল।"
আর্থিক সহায়তা প্রদানের সন্ধ্যাকে স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল করে রাখার উদ্দেশ্যে আয়োজিত 'লাইভ মিউজিক কনসার্ট'-এ অংশগ্রহণ করে উপস্থিত শ্রোতাদের মন জিতে নেন দুই কণ্ঠসঙ্গীত শিল্পী রাখী দত্ত দেব ও রূপসা দত্ত।
বর্ষণমুখর সন্ধ্যায় হোটেলের অভ্যন্তরে আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রাখী দত্ত দেব ও তাঁর কন্যা রূপসা-র কণ্ঠে একক ও দ্বৈত সঙ্গীতগুলো অনুষ্ঠানস্থলে উপস্থিত বিদগ্ধজনদের যারপরনাই আনন্দদান করেছে।
অনুষ্ঠানে অন্যান্য বিদগ্ধ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের অপর যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী।
বর্ষণমুখর সন্ধ্যায় হোটেলের অভ্যন্তরে আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রাখী দত্ত দেব ও তাঁর কন্যা রূপসা-র কণ্ঠে একক ও দ্বৈত সঙ্গীতগুলো অনুষ্ঠানস্থলে উপস্থিত বিদগ্ধজনদের যারপরনাই আনন্দদান করেছে।
অনুষ্ঠানে অন্যান্য বিদগ্ধ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের অপর যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী।
Comments
Post a Comment