হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১১ সেপ্টেম্বর '২৪):- পাকিস্তান অধিগৃহীত বালোচিস্তান (Pakistan Occupied Balochistan)-এর নাগরিকদের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুমন মুন্সী (Mr. Suman Munsi) কে 'বালোচি দাস্তার' সম্মান (Award of Balochi Dastar)-এ ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি 'ভারত বালোচিস্তান সমন্বয় পরিষদ'-এর প্রতিনিধি মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch, Representative, Bharat Balochistan Cooperation Council) সুমন মুন্সী-কে পাঠানো এক সূচনা বার্তায় জানিয়েছেন, "বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলন-এর উপর গবেষণা কার্য (Research work on Balochistan Freedom Movement)-র জন্য বালোচ সংস্কৃতি ও পরম্পরার সর্বোচ্চ সম্মান (Highest Award in Baloch Culture & Tradition) রূপে আপনাকে 'বালোচি দাস্তার' (Balochi Dastar) সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
নীতিভ্রষ্ঠ এক প্রবীণ নারীর সার্বিক অযোগ্যতার কারণে সমগ্র বিশ্বের দরবারে যখন ভারত তথা পশ্চিমবঙ্গের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এই খবর নিঃসন্দেহে পশ্চিমবঙ্গবাসীকে কিছুটা হলেও বাঁচার জন্য প্রাণবায়ু যোগান দেবে।
এক সময় দেশ বিদেশের বিভিন্ন ছাত্রছাত্রীদের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সুমন মুন্সী।
তাঁর ঝুলিতে বেশ কয়েকজন নোবেল পুরস্কার প্রাপকদের প্রশিক্ষণ দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে।
নেতাজী সুভাষচন্দ্র বোস-এর ভাবধারায় অভিসিঞ্চিত সুমন মুন্সী ব্যক্তিগত জীবনে একজন সুরসিক নিপাট ভদ্রলোক।
এক সময় দেশ বিদেশের বিভিন্ন ছাত্রছাত্রীদের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সুমন মুন্সী।
তাঁর ঝুলিতে বেশ কয়েকজন নোবেল পুরস্কার প্রাপকদের প্রশিক্ষণ দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে।
নেতাজী সুভাষচন্দ্র বোস-এর ভাবধারায় অভিসিঞ্চিত সুমন মুন্সী ব্যক্তিগত জীবনে একজন সুরসিক নিপাট ভদ্রলোক।
সুমন মুন্সী তাঁর বর্ণোজ্জ্বল কর্মজীবনের বিভিন্ন সময়ে কখনো যেমন আমেরিকা, বৃটেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারে অটোমেশন এক্সপার্ট রূপে কাজ করেছেন, তেমনই নোবেল পুরস্কার ভূষিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)-র ল্যাবরেটরি সহ বিভিন্ন বহুজাগতিক বিজ্ঞান সংস্থার ল্যাবরেটরিতে ল্যাবরেটরি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম-এর বিশেষজ্ঞ রূপে অটোমেশন ডিভিশনের সূচনাও করেছেন।
তাঁরই উপস্থিতিতে হায়দরাবাদে নির্মিত হয়েছে জেনেটিক ড্রাগ ডিসকভারি ল্যাব টেস্টিং সেন্টার অফ এক্সেলেন্স।
বলে রাখা ভালো সুমন মুন্সীই হলেন 'উইপ্রো লিমস ডোমেইন কম্পিটেন্সী সেন্টার' (Wipro LIMS Domain Competency Center) এর প্রথম সদস্য।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে সুমন মুন্সী-র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, "পররাষ্ট্রের দমন পীড়নে ক্ষতিগ্রস্ত একটা জাতি যখন অপর কোনো রাষ্ট্রের নাগরিককে তাঁদের সংস্কৃতি ও পরম্পরার সর্বোচ্চ সম্মান প্রদান করার সিদ্ধান্ত নিতে পারে, তখন বলতেই হয় সেই জাতির মেরুদণ্ড পচনযোগ্য কোনো হাড় দিয়ে নয় বরং পচননিরোধক অন্য কোনো সামগ্রী দিয়ে তৈরি, আর ঠিক এই কারণেই পাকিস্তান অধিগৃহীত বালোচিস্তানে শত পীড়ন হলেও এখনো সেখানকার নাগরিকগণ মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাধীনতার প্রহর গুনছেন।"
তাঁরই উপস্থিতিতে হায়দরাবাদে নির্মিত হয়েছে জেনেটিক ড্রাগ ডিসকভারি ল্যাব টেস্টিং সেন্টার অফ এক্সেলেন্স।
বলে রাখা ভালো সুমন মুন্সীই হলেন 'উইপ্রো লিমস ডোমেইন কম্পিটেন্সী সেন্টার' (Wipro LIMS Domain Competency Center) এর প্রথম সদস্য।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে সুমন মুন্সী-র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, "পররাষ্ট্রের দমন পীড়নে ক্ষতিগ্রস্ত একটা জাতি যখন অপর কোনো রাষ্ট্রের নাগরিককে তাঁদের সংস্কৃতি ও পরম্পরার সর্বোচ্চ সম্মান প্রদান করার সিদ্ধান্ত নিতে পারে, তখন বলতেই হয় সেই জাতির মেরুদণ্ড পচনযোগ্য কোনো হাড় দিয়ে নয় বরং পচননিরোধক অন্য কোনো সামগ্রী দিয়ে তৈরি, আর ঠিক এই কারণেই পাকিস্তান অধিগৃহীত বালোচিস্তানে শত পীড়ন হলেও এখনো সেখানকার নাগরিকগণ মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাধীনতার প্রহর গুনছেন।"
Comments
Post a Comment