ফিক্সড ডিপোজিটের উপর বাৎসরিক ৯.১ শতাংশ হারে সুদ দেবে এয়ারটেল ফিনান্স


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১০ সেপ্টেম্বর '২৪):- 'ফিক্সড ডিপোজিট স্কিম'-এর মাধ্যমে গ্রাহকদের বাৎসরিক ৯.১ শতাংশ হারে সুদ দেওয়ার কথা ঘোষণা করল ভারতের অন্যতম অগ্রণী টেলিকম সংস্থা 'ভারতী এয়ারটেল' (Bharti Airtel)-এর ছত্রছায়ায় চলা 'এয়ারটেল ফিনান্স' (Airtel Finance)।

গতকাল কোলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে 'এয়ারটেল ফিনান্স'-এর মুখ্য ব্যাপার অধিকারী অংশুল ক্ষেত্রপাল (Anshul Kshetrapal, Chief Business Officer, Airtel Finance) জানিয়েছেন, "নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ব্যাঙ্ক (Non Banking Financial Bank) ও ছোট অর্থ ব্যাঙ্ক (Small Finance Bank)-এর সহায়তায় চলা 'এয়ারটেল ফিনান্স' তার গ্রাহকদের 'এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ' (Airtel Thanks App)-এর মাধ্যমে নিজেদের লগ্নি সুরক্ষিতভাবে নথিভুক্ত করার সুবিধা প্রদান করবে।
এই অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ কোনো ব্যাঙ্কে সশরীরে হাজির না হয়ে বা 'ফিক্সড ডিপোজিট স্কিম' চালু না করেই সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে ক্ষমতা অনুযায়ী  ফিক্সড ডিপোজিট রাখতে ও সঞ্চালনা করতে সক্ষম হবেন। এই সাওধি জমা যোজনা (Fixed Deposit Scheme)-য় গ্রাহকদের ৯.১ শতাংশ হারে বাৎসরিক সুদও দেওয়া হবে।"

Comments