পড়ুয়া চিকিৎসকরা যখন ধর্ণায় তখন সমাজিক মাধ্যমে ভেসে এল 'আর কত সইব, কলঙ্ক বইব..'


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৩ সেপ্টেম্বর '২৪):- 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল' (R G Kar Medical College & Hospital) চত্বরে জনৈকা মহিলা চিকিৎসক তথা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ার 'প্রাতিষ্ঠানিক ধর্ষণ ও হত্যা' (Institutional Rape & Murder)-র ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল যখন রাজ্যের পড়ুয়া চিকিৎসকবৃন্দ কোলকাতার নগরপাল বিনীত গোয়েল (Vinit Goyel, IPS, Commissioner of Police, Kolkata)-এর পদত্যাগের দাবিতে লালবাজারের সামনে ধর্ণায় বসেছেন, যখন 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এর ভূতপূর্ব অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ (Dr. Sandip Ghosh, Ex. Principal R G Kar Medical College & Hospital) -কে হাসপাতালের অর্থনৈতিক দুর্নীতি সহ অন্যান্য মামলায় আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করতে চলেছে 'সিবিআই' (CBI), ঠিক তখনই কাকতলীয় ভাবে সামাজিক মাধ্যমে ভেসে এসেছিল গীতিকার, সুরকার ও কণ্ঠসঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়-এর মর্মস্পর্শী গান 'আর কত সইব, কলঙ্ক বইব; লজ্জায় মাথা হেঁট হয়েছে...।'

নেটিজেনদের মতে "AMI SANJAY ইউটিউব চ্যানেলে উপলব্ধ ২ মিনিট ৫৩ সেকেন্ডে গাওয়া এই গানের কথাগুলো যেন অনেকাংশেই নচিকেতার অভাব পূরণ করে দিল।"

সঙ্গীতের আনুষ্ঠানিক মুক্তির কিছু পরেই 'বিশ্বদর্পণ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় (Sanjay Chattopadhyay, Lyricist, Music Director & Singer) জানিয়েছেন, "প্রায় এক পক্ষকাল ধরে অপ্রাকৃত দহন জ্বালায় জ্বলছে বাঙালীদের দেহমন। পশ্চিমবঙ্গের অধিবাসীদের পাশাপাশি সমগ্র দেশবাসীও এই নারকীয় ঘটনার সুবিচার চাইছেন। তাঁদের সামগ্রিক কণ্ঠকেই আমি সুরের জালে বাঁধার চেষ্টা করেছি।"

👇 গানের লিঙ্ক:-

https://youtu.be/5th6HaurBJQ?si=MWQO7yQw3U_UEUwt

Comments