হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৮ অগস্ট '২৪):- সঙ্গীত জগতে কর্মরত এবং কোলকাতা তথা পশ্চিমবঙ্গের সঙ্গীত জগতের পরিচিত মুখদের উপস্থিতিতে গতকাল 'কলম্বাস ডিজিপ্লেক্স'-এর হাত ধরে বহির্জগতের আলো দেখল 'শক স্টুডিও'।'কলম্বাস ডিজিপ্লেক্স'-এর স্বত্বাধিকারী সুকন্যা গুপ্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "সঙ্গীতের বিভিন্ন ধারার সংমিশ্রণের উপর হাতেকলমে বিভিন্ন গবেষণাধর্মী কাজ করবে 'শক স্টুডিও'।"
উদাহরণ স্বরূপ তিনি জানিয়েছেন, "রবীন্দ্রসঙ্গীতের সাথে শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণ, লোকসঙ্গীতের সাথে ভজনের মিশ্রণ বা শাস্ত্রীয় সঙ্গীতের সাথে সমকালীন শৈলীর মিশ্রণ সহ বিভিন্ন ধরনের সঙ্গীতকে ফিউশন ফর্মে বা অন্যথায় উপস্থাপন করবে 'শক স্টুডিও'।"
'শক স্টুডিও'-র জন্মলগ্নে উপস্থিত ছিলেন পণ্ডিত দেবজ্যোতি বোস, পরিচালক জিত চক্রবর্তী, সঙ্গীত পরিচালক পিনাকি বোস এবং জনপ্রিয় গায়ক ও সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য, উজ্জয়িনী মুখার্জী, তীর্থ ভট্টাচার্য, শমীক, আসমানী, সৌরভ ও স্নেহেন্দু চিলেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments
Post a Comment