হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১১ অগস্ট '২৪):- আজ কোলকাতায় 'আদানি উইলমার লিমিটেড' (Adani Wilmar Limited) কোম্পানীর 'ফরচুন' (Fortune) ব্র্যাণ্ডের কাচি ঘানি সরিষার তেল (Kachi Ghani Mustard Oil)-এর তরফে আয়োজিত 'ইলিশ উৎসব' (Hilsa Festival)-এ উপস্থিত থেকে এবং নিজের হাতে ইলিশ মাছ ভেজে সংস্থার গৌরব বৃদ্ধির সাথে সাথে সংস্থার ইলিশ মাছ রাঁধার উপযোগী সরিষার তেলের বিশেষ প্যাক 'ফরচুন কে জি এম ও ইলিশ প্যাক' (Fortune Special KGMO Ilish Pack)-এর লোকার্পণ করলেন তেল উৎপাদন ও বিক্রয়কারী সংস্থার ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার তথা স্বনামধন্য ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly, Ex-Cricketer & Brand Ambassador, Fortune KGMO)।অনুষ্ঠানে উপস্থিত থেকে তৈল উৎপাদন ও বিক্রয়কারী সংস্থার বিক্রয় ও বিপণন বিভাগের বরিষ্ঠ সহাধ্যক্ষ মুকেশ মিশ্র (Mukesh Mishra, Sr. Vice President, Sales & Marketing, Adani Wilmar Limited) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বিশেষ নকশা সম্পন্ন এই প্যাক বাজারে সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে।"
Comments
Post a Comment