হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৬ অগস্ট '২৪):- কৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র তিথিতে দুর্গা প্রতিমার 'কাঠামো' ও দুর্গা মণ্ডপের 'খুঁটিপুজো' সম্পন্ন করল পাইকপাড়ার 'ওম স্কাইলার্ক অ্যাসোসিয়েশন অব অ্যাপার্টমেন্ট ওনার্স' (Om Skylark Association of Apartment Owners)।
সংগঠনের তরফ থেকে সভাপতি অসীমকুমার সাহা (Asimkumar Saha, President, Om Skylark Association of Apartment Owners) জানিয়েছেন, "এই বছর চতুর্থ বর্ষে পদার্পণ করছে এই আবাসনের মাতৃ আরাধনা। তবে সম্প্রতি 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এর প্রয়াত মহিলা চিকিৎসক তথা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ার ধর্ষণ ও হত্যা-র ঘটনার পরিপ্রেক্ষিতে 'কাঠামো' ও 'খুঁটিপুজো' অনেকটাই জাঁকজমক হীন ভাবে সম্পন্ন করা হল।"
আবাসনের আবাসিকদের তরফে পুজোর দায়িত্ব প্রাপ্ত সদস্য প্রফুল্লকুমার চক্রবর্তী (Prafullakumar Chakroborty, Member- in-Charge, Puja Committee) সাংবাদিকদের জানিয়েছেন, "দিল্লীর 'লালকেল্লা'-র আদলে এবার মণ্ডপ বানানো হবে।"
আবাসনের অন্যতম সক্রিয় সদস্য রাকেশকুমার পাণ্ডে (Rakeshkumar Pandey, Acive Member, Om Skylark Association of Apartment Owners) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই বছর আমাদের মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছে 'সঞ্জীব ডেকরেটর্স', অন্যদিকে মাতৃমুর্তি নির্মাণ করবেন সুজিত পাল।
আবাসনের অন্যতম সক্রিয় সদস্য রাকেশকুমার পাণ্ডে (Rakeshkumar Pandey, Acive Member, Om Skylark Association of Apartment Owners) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই বছর আমাদের মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছে 'সঞ্জীব ডেকরেটর্স', অন্যদিকে মাতৃমুর্তি নির্মাণ করবেন সুজিত পাল।
ছবি : রণেশ বিশ্বাস
Comments
Post a Comment