ভারতীয় শিশুরোগ চিকিৎসকদের উন্নততর প্রশিক্ষণের লক্ষ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে মউ চুক্তি স্বাক্ষর করল ইণ্ডিয়ান অ্যাকাডেমী অব পেডিয়াট্রিক্স
হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৪ অগস্ট '২৪):- 'কোলকাতা মেট্রোপলিস অ্যাকাডেমী অব পেডিয়াট্রিক্স' (Kolkata Metropolis Academy of Pediatrics) আয়োজিত দ্বিদিবসীয় পঞ্চম বার্ষিক সভা (5th Annual Conference) 'এজমাকন' (ASTHMACON)-এর শেষ দিনে 'অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়' (Oxford University) এবং 'বাংলাদেশ পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন' (Bangladesh Pediatrics Association)-এর সাথে আজ পৃথক দুটো মউ চুক্তি (Memorandum of Understanding) স্বাক্ষর করল 'ইণ্ডিয়ান অ্যাকাডেমী অব পেডিয়াট্রিক্স' (Indian Academy Of Pediatrics) সংক্ষেপে 'আইএপি' (IAP)।'আইএপি'-র তরফ থেকে জানানো হয়েছে, "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-এর সাথে বোঝাপড়া হওয়ার ফলে আগামী ভবিষ্যতে 'অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়'-এর অধীনস্থ জাতীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী তিনটে হাসপাতালে ভারতীয় শিশুরোগ বিশেষজ্ঞরা ৩ বছরের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন, ফলতঃ আমাদের দেশের শিশুদের আরো উন্নততর চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। অপরপক্ষে প্রতিবেশী দেশের সমজাতীয় সংস্থার সাথে বোঝাপড়া হওয়ার ফলে দুই দেশের চিকিৎসক সমাজ নিজেদের মধ্যে শিশুরোগ সম্পর্কিত অভিজ্ঞতার আদানপ্রদান করতে পারবেন।"
'ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমী অব পেডিয়াট্রিক্স' ও 'ইণ্ডিয়ান চেস্ট সোসাইটি'-র যৌথ সহযোগিতায় এবং 'কোলকাতা মেট্রোপলিস অ্যাকাডেমী অব পেডিয়াট্রিক্স'-এর উদ্যোগে কোলকাতার 'মেডিক্যাল কলেজ'-এর মূল ভবনের সভাকক্ষে আজ শেষ হল সংস্থার দুদিন ব্যাপী 'এসমাকন' নামাঙ্কিত পঞ্চম বার্ষিক সভা।
অন্তিম দিনের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী কৃপাকরানন্দ মহারাজ।
পঞ্চম বার্ষিক সভা-য় 'আইএপি'-র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের অধ্যক্ষ ডাঃ জি ভি বাসব রাজা (Dr.G.V.Basab Raja, President, IAP), মহাসচিব ডাঃ যোগেশ পারিখ (Dr. Yogesh Parikh, Secretary General, IAP), কোষাধ্যক্ষ ডাঃ অতনু ভদ্র (Dr. Atanu Bhadra, Treasurer, IAP)।
'অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়'-এর তরফ থেকে হাজির ছিলেন ডাঃ অমিত গুপ্তা এবং 'বাংলাদেশ পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন'-এর পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ তারামন সাবুরা, ডাঃ জাহাঙ্গীর আলম ও ডাঃ রুহুল আমিন।
দুদিনের এই বার্ষিক সভায় শিশুদের হাঁপানির নতুন চিকিৎসা ও রোগের বাড়াবাড়ি রোধে বিভিন্ন টিকার প্রয়োজনীয়তা নিয়েও মনোজ্ঞ আলোচনা হয়েছে বলে আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে।
পঞ্চম বার্ষিক সভা-য় 'আইএপি'-র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের অধ্যক্ষ ডাঃ জি ভি বাসব রাজা (Dr.G.V.Basab Raja, President, IAP), মহাসচিব ডাঃ যোগেশ পারিখ (Dr. Yogesh Parikh, Secretary General, IAP), কোষাধ্যক্ষ ডাঃ অতনু ভদ্র (Dr. Atanu Bhadra, Treasurer, IAP)।
'অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়'-এর তরফ থেকে হাজির ছিলেন ডাঃ অমিত গুপ্তা এবং 'বাংলাদেশ পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন'-এর পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ তারামন সাবুরা, ডাঃ জাহাঙ্গীর আলম ও ডাঃ রুহুল আমিন।
দুদিনের এই বার্ষিক সভায় শিশুদের হাঁপানির নতুন চিকিৎসা ও রোগের বাড়াবাড়ি রোধে বিভিন্ন টিকার প্রয়োজনীয়তা নিয়েও মনোজ্ঞ আলোচনা হয়েছে বলে আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে।
Comments
Post a Comment