হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৮ অগস্ট '২৪):- এশিয়া মহাদেশের প্রথম টেনিস খেলোয়াড় (First Asian Tennis Player) রূপে 'ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেম' (International Tennis Hall of Fame)-এ স্থান পাওয়ার জন্য লব্ধপ্রতিষ্ঠিত ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ (Leander Paes, Indian Sportsman)-কে আজ সম্মানিত করল 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' (Bandhan Bank Limited)।'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর অন্তর্বর্তীকালীন ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রতন কুমার কেশ (Ratan Kumar Kesh, M.D. & C.E.O. (Interim), Bandhan Bank Limited) এবং ব্যাঙ্কের কার্যনির্বাহী নির্দেশক ও মুখ্য ব্যাবসা আধিকারিক রাজিন্দর কুমার বব্বর (Rajinder Kumar Babbar, E.D. & C.B.O., Bandhan Bank Limited)-এর উপস্থিতিতে আজ কোলকাতায় লিয়েন্ডার পেজ-কে সম্মানিত করা হয়।
সম্মানিত হওয়ার পর নিজের বক্তব্য পেশ করতে গিয়ে লিয়েন্ডার পেজ বলেছেন, "আমি সম্মানিত।"
সম্মানিত হওয়ার পর নিজের বক্তব্য পেশ করতে গিয়ে লিয়েন্ডার পেজ বলেছেন, "আমি সম্মানিত।"
Comments
Post a Comment