ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে স্থান পাওয়ার জন্যে লিয়েন্ডার পেজকে সম্মানিত করল বন্ধন ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ অগস্ট '২৪):- এশিয়া মহাদেশের প্রথম টেনিস খেলোয়াড় (First Asian Tennis Player) রূপে 'ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেম' (International Tennis Hall of Fame)-এ স্থান পাওয়ার জন্য লব্ধপ্রতিষ্ঠিত ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ (Leander Paes, Indian Sportsman)-কে আজ সম্মানিত করল 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' (Bandhan Bank Limited)।


'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর অন্তর্বর্তীকালীন ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রতন কুমার কেশ (Ratan Kumar Kesh, M.D. & C.E.O. (Interim), Bandhan Bank Limited) এবং ব্যাঙ্কের কার্যনির্বাহী নির্দেশক ও মুখ্য ব্যাবসা আধিকারিক রাজিন্দর কুমার বব্বর (Rajinder Kumar Babbar, E.D. & C.B.O., Bandhan Bank Limited)-এর উপস্থিতিতে আজ কোলকাতায় লিয়েন্ডার পেজ-কে সম্মানিত করা হয়।

সম্মানিত হওয়ার পর নিজের বক্তব্য পেশ করতে গিয়ে লিয়েন্ডার পেজ বলেছেন, "আমি সম্মানিত।"

Comments