হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৩০ অগস্ট '২৪):- কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)-র সুবিধা নিয়ে 'গ্যাস্ট্রো সায়েন্সেস' (Gastro Sciences) এবং যকৃত চিকিৎসা (Liver Treatment)-র মতো ক্ষেত্রে আশার নতুন দিশা দেখাচ্ছে 'নারায়ণা হেল্থ' (Narayana Health)-এর ছত্রছায়ায় চলা 'নারায়ণা হসপিটাল আর এন টেগোর হসপিটাল, মুকুন্দপুর' (Narayana Hospital, R N Tagore Hospital, Mukundapur)।আজ দক্ষিণ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বর্তমান চিকিৎসা পরিষেবা এবং 'কৃত্রিম বুদ্ধিমত্তা'-র উপর চর্চা করতে গিয়ে হাসপাতালের 'গ্যাস্ট্রোএন্টেরোলজি' ও 'হেপাটোলজি' বিভাগের পরামর্শদাতা চিকিৎসক সন্দীপ পাল (Dr. Sandip Pal, Consultant, Department of Gastroenterology & Hepatology, Narayana Hospital, R N Tagore Hospital, Mukundapur) জানিয়েছেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা-র সহায়তা নিয়ে সঠিক ভাবে এবং অতি দ্রুততার সাথে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের আওতাধীন রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভবপর হয়ে উঠেছে। প্রকৃত অর্থে চিকিৎসা ক্ষেত্রে নীরবে বিপ্লব এনে দিয়েছে 'কৃত্রিম বুদ্ধিমত্তা'-র প্রয়োগ। "
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে হাসপাতালের মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের অপর বরিষ্ঠ চিকিৎসক নরেন্দ্রপ্রসাদ বহিদার (Dr. Narendraprasad Bohidar, Sr. Consultant, Department of Medical Gastroenterology, Narayana Hospital, R N Tagore Hospital, Mukundapur) জানিয়েছেন,"একদিকে যেমন আধুনিক প্রযুক্তির সহায়তা চিকিৎসক সমাজকে হাসিমুখে গ্রহণ করতে হবে, ঠিক তেমনই লোককল্যাণের স্বার্থে 'মরণোত্তর দেহদান'-এর মতো ব্যবস্থাকে আরো বেশি করে জনসমাজে প্রচলনের ব্যবস্থা করতে হবে। দেশ ও রাজ্যের সুশিক্ষিত নাগরিকদের মাথায় রাখতে হবে 'মরণোত্তর দেহদান' না হলে একদিকে যেমন বিভিন্ন অঙ্গ সংগ্রহ করা যাবে না তেমনই ভবিষ্যতে কোনো অসুস্থ রোগীই প্রয়োজনীয় অঙ্গ পাবেন না। আর অঙ্গ না পেলে ভারতে যকৃত প্রতিস্থাপন (Liver Transplantation)-এর মতো সফল বিষয়গুলোও অব্যাহত রাখা যাবে না।"
Comments
Post a Comment