ইণ্ডিয়া বাংলাদেশ শাইনিং পার্সোনালিটি সম্মানে ভূষিত হলেন এপার বাংলার খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার
কোলকাতা (৩ অগস্ট '২৪):- 'ইণ্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন' ও 'ট্রাব ইণ্ডিয়া শাখা'-র যৌথ উদ্যোগে এবং 'তফশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র'-র পরিচালনায় আজ কোলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম (Science City Auditorium, Saltlake City, Kolkata, West Bengal)-এ সম্মানিত হলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার।
আজ সন্ধ্যায় আয়োজক সংস্থার তরফে আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder, Photo Artist)-এর হাতে 'ইণ্ডিয়া বাংলাদেশ শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড' (India Bangladesh Shining Personality Award) নামাঙ্কিত আন্তর্জাতিক সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ডঃ হুমায়ুন কবির।
যদিও এটাই অনুপমের জীবনে প্রথম পুরস্কার নয়, মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালক নিজেই ঘোষণা করেছেন "ইতিমধ্যে নানান পুরস্কারে ভূষিত হয়েছেন শ্রী হালদার।" তবে আন্তর্জাতিক স্তরের এই সম্মাননা যে অনুপম হালদারের মুকুটে একটা আলাদা আভিজাত্য এনে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
বলে রাখা ভালো, সখের আলোকচিত্রী হওয়ার পাশাপাশি কর্মজীবনে অনুপম হালদার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত।
Comments
Post a Comment