হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৮ অগস্ট '২৪):- যুবসমাজের চাহিদা পূরণের লক্ষ্যে কোলকাতার বাজারে এল 'নতুন স্কুটার' (New Scooter) 'টিভিএস জুপিটার ১১০' (TVS Jupiter 110)।আজ কোলকাতা এক বিলাসবহুল হোটেলে নতুন স্কুটার-কে জনগণের সামনে এলে সংস্থার বরিষ্ঠ সহাধ্যক্ষ তথা হেড কমিউটার বিজনেস এবং কর্পোরেট ব্র্যাণ্ড অ্যাণ্ড মিডিয়া অনিরুদ্ধ হালদার [Aniruddha Halder, Sr.Vice President (Head Commuter Business & Corporate Brand & Media)] জানান, "এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাজারে ৪ টে পৃথক বিকল্প (ড্রাম, ড্রাম অ্যালয়, ড্রাম এসএক্সসি এবং ডিস্ক এসএক্সসি) এবং ছটা ভিন্ন রঙ (ডন ব্লু ম্যাট, গ্যালাকটিক কপার ম্যাট, টাইটেনিয়ম গ্রে ম্যাট, স্টারলাইট ব্লু গ্লস, লুনার হোয়াইট গ্লস এবং মেটিওর রেড গ্লস)-এ পাওয়া যাবে 'টিভিএস জুপিটার ১১০'। পশ্চিমবঙ্গের শোরুমগুলো থেকে ৭৭,২০০ টাকা ও তদুর্দ্ধে দুচাকার এই স্কুটারগুলো পাওয়া যাবে।"
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 'টিভিএস জুপিটার ১১০', ১১৩ .৩ সিসি, এক সিলিণ্ডার ও ৪ স্ট্রোক ইঞ্জিন হওয়ার ফলে ৫.৯ কিলোওয়াট @ ৬,৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করে। এই স্কুটারে যুগান্তকারী প্রযুক্তি সন্নিবেশিত হওয়ার কারণে আগের মডেলের তুলনায় এর মাইলেজ বেড়েছে ১০ শতাংশ।'
Comments
Post a Comment