কোলকাতা (২৬ অগস্ট '২৪):- 'ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব' (Calcutta Journalists Club) সংক্ষেপে 'সিজেসি' (CJC)-র ৪৭ বছরে পদার্পণের শুভ মুহূর্তে গতকাল সন্ধ্যায় সদস্য ও সদস্যাদের সংগঠনের নতুন ঠিকানার হদিস দিলেন সংগঠনের সভাপতি প্রান্তিক সেন।
'সিজেসি'-র ৪৬ বর্ষপূর্তি সমারোহে নিজের স্বাগত ভাষণ প্রদানের সময় সভাপতি প্রান্তিক সেন (Prantik Sen, President, C.J.C.) জানান, "পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি আমাদের জন্য এক নতুন ঘরের ব্যাবস্থা করেছে, যার আয়তন আমাদের বর্তমান ঘরের প্রায় দ্বিগুণ।"
গতকাল কোলকাতার 'রবীন্দ্র সদন'-এ সংগঠনের ৪৬ বর্ষপূর্তি উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল 'সিজেসি'।
মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন 'রামকৃষ্ণ বেদান্ত মঠ'-এর সাধারণ সম্পাদক তথা 'বিশ্ববাণী'-র সম্পাদক আত্মবোধানন্দ মহারাজ।
অনুষ্ঠানের প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'সিজেসি'-র সাধারণ সম্পাদক ইমনকল্যাণ সেন (Imankalyan Sen, General Secretary, C.J.C.) বলেছেন, "সংগঠনের তরফ থেকে আমরা 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এর প্রয়াত মহিলা চিকিৎসক তথা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ার ধর্ষণ ও হত্যা-র অপরাধী বা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
পরে সংগঠনের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে সাধারণ সম্পাদক আরো বলেছেন, "স্থানাভাবের কারণে এই মুহূর্তে আমাদের সংগঠনের নতুন সদস্য গ্রহণ পর্ব বন্ধ রয়েছে। স্থান সংকুলান হলেই নতুন সদস্য গ্রহণ পর্ব শুরু হবে।"
অনুষ্ঠানের অঙ্গ রূপে অনুষ্ঠানের প্রথম পর্বে সাতটা স্মারক পুরস্কার প্রদানের পাশাপাশি সংগঠনের সদস্য ও সদস্যাদের কৃতি সন্তানদের উৎসাহিত করা হয়।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন স্বনামধন্য গায়ক মনোময় ভট্টাচার্য।
হীরক মুখোপাধ্যায়
Comments
Post a Comment