কৃষ্ণ জন্মাষ্টমীর প্রাক্কালে চাকলা ও কচুয়া গামী পুণ্যার্থীদের মানবিক পরিষেবা প্রদান করল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায়

বারাসাত (২৫ অগস্ট '২৪) :-'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এর প্রয়াত মহিলা চিকিৎসক তথা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ার 'প্রাতিষ্ঠানিক ধর্ষণ ও হত্যা' (Institutional Rape & Murder)-র ঘটনার পরিপ্রেক্ষিতে পরপর কদিন রাজ্যবাসী 'রাত দখল' নামাঙ্কিত নৈশ পদচারণা দেখতে অভ্যস্ত হয়ে গেলেও আজ সম্পূর্ণ ধর্মীয় কারলে আবালবৃদ্ধবনিতার পথ চলা দেখছেন কোলকাতা নদীয়া ও উত্তর ২৪ পরগনার একাংশের অধিবাসীগণ।

'কৃষ্ণ জন্মাষ্টমী' (Krishna Janmastami)-র পবিত্র মুহূর্তে সিদ্ধযোগী লোকনাথ ব্রহ্মচারী (Loknath Brahamchari)-র জন্মস্থানে জলাভিষেক করার উদ্দেশ্যে এই মুহূর্তে কোলকাতা এবং উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটা প্রধান রাস্তা আক্ষরিক অর্থেই দর্শনার্থীদের দখলে চলে গেছে।
উত্তর ২৪ পরগনার অন্যতম দুই ব্যস্ত রাস্তা 'যশোহর রোড' ও 'বারাসাত ব্যারাকপুর রোড' এই মুহূর্তে পুণ্যার্থীদের ভীড়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু পুণ্যার্থীদের ভীড়। পুণ্যার্থীদের ভীড়ের কারণে রাজমার্গের উপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে চলছে যানবাহনাদি।

বিগত বছরগুলোর মতো এই বছরেও অন্য অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি অলাভজনক বেসরকারী সামাজিক সংগঠন রূপে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation) লোকনাথ জন্মস্থানে জলাভিষেকের জন্য এগিয়ে চলা ভক্তদের পথশ্রম লাঘব করার জন্য জলসত্র তথা প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করেছে।


'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য তথা অধ্যক্ষ কালিদাস কর্মকার (Kalidas Karmakar, Trustee Member & President, WBOF) জানিয়েছেন, "সন্ধ্যা থেকে সংস্থার সদস্য রাখাল বৈদ্য, মাধবী দাস, আকাশ ব্যানার্জি ও অন্যান্যদের সহযোগিতায় বারাসতের ডাকবাংলো মোড়ে চাকলাধাম ও কচুয়াধামগামী পুণ্যার্থীদের উদ্দেশ্যে চিকিৎসা পরিষেবা ও জলসত্রের আয়োজন করা হয়েছে।"

পরিষেবার বিষয়ে কথা বলতে গিয়ে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের অপর সদস্য তথা কোষাধ্যক্ষ ডেভিড কিশোর হেমব্রম (Devid Kishore Hembram, Trustee Member & Treasurer, WBOF) জানিয়েছেন, "বৃষ্টি বিঘ্নিত পরিবেশেও রাত ১১ টা পর্যন্ত অগুন্তি পুণ্যার্থী প্রাথমিক চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন।"

Comments