হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৭ অগস্ট '২৪):- পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগ (Department of Consumer Affairs, Government of West Bengal)-এর আর্থিক সহযোগিতায় আগামী ৮ সেপ্টেম্বর নিউটাউনের এক বিলাসবহুল হোটেলে 'এডিএসডি অ্যাসোসিয়েশন' (ADSD Association)-এর আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের 'লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' এবং 'ক্রেতা সচেতনতা কনক্লেভ' (Leadership Achievement Award 2024 & Consumer Awareness Conclave)।
গতকাল এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে যাবতীয় তথ্য পরিবেশন করেন 'এডিএসডি অ্যাসোসিয়েশন'-এর দুই নির্দেশক দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থশাস্ত্রী শ্রীকুমার ব্যানার্জি, অনিকা সেন, সুস্মিতা ভট্টাচার্য, সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার।
Comments
Post a Comment