হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৬ অগস্ট '২৪):- "এই বছর 'রণি রায় ও পিঙ্কি রায়-এর স্মারক বৃত্তি' (Roni Roy & Pinki Roy Memorial Scholarship 2024) পাচ্ছেন ২৭, মুন্সীপাড়া লেন, কোলকাতা ৬ অঞ্চলের তরুণ মেধাবী ছাত্র সৌমজিৎ ঘোষ (Soumajit Ghosh)," বলে জানিয়েছেন প্রয়াত রণি রায় -এর কনিষ্ঠ ভ্রাতা তথা 'ইনার আই পাবলিক রিলেশন' সংস্থার কর্ণধার মৃত্যুঞ্জয় রায়।
পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কোলকাতার এক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতর স্নাতকোত্তর পর্যায়ের এক পড়ুয়া চিকিৎসকের 'প্রাতিষ্ঠানিক ধর্ষণ ও হত্যা'-র ঘটনায় যখন পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারত উত্তাল, ঠিক সেই সময় পাওয়া গেল এই খুশির খবর।
আগামী ১৮ অগস্ট কোলকাতার বৃন্দাবন মাতৃ মন্দির প্রাঙ্গণে রণি রায় ও পিঙ্কি রায় স্মারক বৃত্তি প্রদান করা হবে।
দৈনিক আজকাল পত্রিকায় কর্মরত অবস্থায় কোরনা অতিমারীর সময় মারা যান রণি রায়। তাঁর ও তাঁর প্রয়াত স্ত্রী পিঙ্কি রায়-এর স্মরণে রায় পরিবারের তরফ থেকে দেওয়া হয় এই বৃত্তি।
রায় পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, " কস্ট অ্যাণ্ড ট্যাক্স-এ ৯৪ নম্বর, বিজনেস স্টাডিজ-এ ৯০ নম্বর, অ্যাকাউন্টেন্সী-তে ৮৩ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে টাকি বয়েজ স্কুলের ছাত্র সৌমজিৎ ঘোষ।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের এই ছাত্রের ভবিষ্যত পঠনপাঠনের সুবিধার্থে তার হাতে এই বৃত্তি তুলে দেওয়া হবে।"
এখনো পর্যন্ত যা জানা গেছে ওইদিন সৌমজিৎ-এর হাতে রণি রায় ও পিঙ্কি রায় নামাঙ্কিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে হাজির থাকতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী, হাওড়া পৌরনিগমের অন্যতম পৌরমাতা সীমা ভৌমিক, ক্রীড়াবিদ হোসেন মুস্তাফি, 'হিন্দু সৎকার সমিতি'-র অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায়, চিত্রকর দিবাকর চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক বাদল সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উৎসাহী ব্যক্তিদের জ্ঞাতার্থে বলে রাখা প্রয়োজন, এই বছর 'বৃন্দাবন মাতৃমন্দির'-এর উদ্যোগে আয়োজিত দশম বর্ষের বৃত্তিপ্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে সৌমজিৎকে সম্মানিত করে তার হাতে সহায়তা রাশি তুলে দেওয়া হবে।
'বিন্দাবন মাতৃমন্দির'-এর পক্ষ থেকে পৃথক ভাবে জানানো হয়েছে, "সৌমজিৎ বাদে এই বছর দক্ষিণবঙ্গের ৭ জেলার মোট ৪০ জন অভাবী মেধাবী ছাত্র-ছাত্রীকে সর্ব মোট ৪ লক্ষ টাকা অর্থ মূল্যের বৃত্তিয় সহযোগিতা করা হবে।"
Comments
Post a Comment