বিএফটিএ-র মাধ্যমে কোলকাতার শিল্পীমহলকে সম্মানিত করল রেড ওয়াইন এন্টারটেনমেন্ট


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১২ অগস্ট '২৪):- গতকাল সন্ধ্যায় চোখধাঁধানো এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হল এই বছরের 'বেঙ্গলি ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন অ্যাওয়ার্ড' (Bengali Film & Television Award 2024)।

কোলকাতার নজরুল মঞ্চে আয়োজিত 'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট' (Red Wine Entertainment) নিবেদিত প্রথম বর্ষের 'বিএফটিএ' বিতরণ সমারোহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক অনিন্দ্য সরকার, অভিনেত্রী তনুকা ভট্টাচার্য্য, সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়, আলোকচিত্রী অনুপম হালদার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী প্রমুখ ব্যক্তিবর্গ।


বর্ণোজ্জ্বল সন্ধ্যায় একাধিক বিভাগে সমাজের বিশিষ্ট গুণীজন দ্বারা 'বিএফটি' পুরস্কারে ভূষিত হয়েছেন চলচ্চিত্র, ধারাবাহিক, সঙ্গীত ও অন্যান্য মাধ্যমের সাথে জড়িত একঝাঁক শিল্পী।
পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি, সঙ্গীতশিল্পী অনুপম রায়, ইমন চক্রবর্তী, অভিনেতা জিৎ, খরাজ মুখার্জি, সাহেব ভট্টাচার্য্য, বিশ্বনাথ বসু, অভিনেত্রী পাওলি দাম, অপরাজিতা আঢ্য, চিত্র নাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত সহ আরো অনেকে।

দর্শক ও শ্রোতাদের একঘেয়েমি দূর করার জন্য পুরস্কার বিতরণ মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন রাখী দত্ত এবং মধুবন্তী।

Comments