জানুয়ারীতে কোলকাতায় হতে চলেছে শিল্পীদের ইউনিসেক্স ক্রিকেট টুর্নামেন্ট


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১১ অগস্ট '২৪):- পশ্চিমবঙ্গে কর্মরত শিল্পী, তাঁদের পরিবার ও সন্তানসন্ততিদের ক্রীড়া নৈপুণ্যকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে আগামী ৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের বুকে আয়োজিত হতে চলেছে পঞ্চম (5th edition) 'হাউজএট সিক্স' (Howzatt Six) নামাঙ্কিত মিশ্র লিঙ্গ (Mixed Gender)-র এক ক্রিকেট প্রতিযোগিতা (Cricket Tournament)।


'হাউজএট সিক্স' পরিচালনা পরিষদ-এর অধ্যক্ষ দীপ চট্টোপাধ্যায় (Deep Chattopadhyay, President, Governing Council, 5th Edition, Howzatt Six) আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "হাউজএট সিক্স ক্রীড়া শৃঙ্খলার খেলাগুলো হবে ছয় ওভারের। ১৮ বছর ও তদুর্দ্ধের মোট ৬ টা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতি দলের হয়ে মাঠে নামবেন ৮ জন করে খেলোয়াড়।"

'হাউজএট সিক্স'-এর পঞ্চম পর্ব-র লোগো উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী সহ মার্গ সঙ্গীতের অন্যতমা শিল্পী রাখী দত্ত দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে 'হাউজএট সিক্স'-এর পঞ্চম পর্ব-র অধ্যক্ষ ওয়ার্কো রায় (Warko Roy, Chairman, Season 5th, Howzatt Six) সংবাদমাধ্যমকে জানিয়েছেন,"এই পর্বের ক্রীড়া প্রতিযোগিতা কোথায় হবে সেটা এখনো ঠিক হয় নি।"

Comments