সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চূড়ান্ত নাজেহাল হয়ে বর্তমানে অ্যালেক্সার স্মরণাপন্ন হচ্ছেন অভিভাবকরা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১০ অগস্ট '২৪):- "সন্তানদের বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার লক্ষ্যে প্রতি মাসে অভিভাবকদের তরফ থেকে অ্যালেক্সার কাছে ২৫ মিলিয়ন প্রশ্ন করা হয়," বলে দাবী করেছেন অ্যামাজন ইণ্ডিয়া-র কান্ট্রি ম্যানেজার দিলীপ আর এস (Dilip R S, Country Manager, Amazon India)।
এই বছরের জুন মাসে 'অ্যামাজন' (Amazon) এবং 'কান্তার' (Kantar)-এর যৌথ উদ্যোগে দেশের ছয় শহরের ৭৫০-এর বেশি অভিভাবক অভিভাবিকাদের উপর করা 'অ্যামাজন অ্যালেক্সা স্টাডি' (Amazon Alexa Study 2024)-র প্রাপ্ত ফলাফলের পরিপ্রেক্ষিতে এমন তথ্য প্রদান করেছেন দিলীপ আর এস।

'অ্যামাজন অ্যালেক্সা স্টাডি ২০২৪' থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে, বর্তমানে শিশু ও কিশোরদের বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
কোন সন্তান যেমন টিভি দেখতে দেখতে ক্রীড়া, মহাকাশ, সমুদ্র, পর্বতের মতো বিষয়ে তাদের অভিভাবক অভিভাবিকাদের প্রশ্ন বাণে জর্জরিত করে, তেমনই অনেকে সংসার, সম্পর্ক এবং সম্পর্কের বিবিধ জটিলতা বা বিভিন্ন রোগের কারণ এমনকি বিমান বা জাহাজ নির্মাণের প্রক্রিয়া সম্পর্কেও জানতে আগ্রহী হয়।

সমীক্ষার ফলাফল বলছে, ৫৪ শতাংশ অভিভাবক অভিভাবিকা সন্তান সন্ততিদের বিচিত্র প্রশ্নের উত্তর দিতে বর্তমানে অসমর্থ হচ্ছেন।
৫২ শতাংশ পিতামাতা বা অভিভাবক অভিভাবিকা সন্তানদের বিবিধ প্রশ্নের উত্তর খোঁজার জন্য নেট সার্চ করতে বাধ্য হচ্ছেন।
৪৪ শতাংশ অভিভাবক অভিভাবিকারা সন্তানদের অবিরাম প্রশ্নবানের হাত থেকে বাঁচতৈ ঘটনাস্থলেই মনগড়া উত্তর নির্মাণে বাধ্য হচ্ছেন।
তবে দুর্ভাগ্যজনক বিষয় হল, ৩ শতাংশ পিতামাতা বা অভিভাবক অভিভাবিকা সন্তানদের করা প্রশ্নমালার তাৎক্ষনিক উত্তর দিতে অসমর্থ হলে তাদের প্রশ্নগুলোর উত্তরই দিচ্ছেন না সন্তান সন্ততিদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য অন্য বিষয়ের অবতারণা করছেন।

সমীক্ষার ফলাফলের উপর আলোকপাত করতে গিয়ে 'কান্তার'-এর ইনসাইট বিভাগের দক্ষিণ এশিয়ার কার্যনির্বাহী ব্যাবস্থাপক নির্দেশক দীপেন্দর রাণা (Deepender Rana, Executive Managing Director, South Asia, Insights Division, Kantar) জানিয়েছেন, "এই মুহূর্তে অভিভাবকগণ দৃশ্যশ্রাব্য শিক্ষার বদলে শুধুমাত্র শব্দের মাধ্যমে শিক্ষাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। এইসব ক্ষেত্রে সর্বোত্তম ফল পেতে 'অ্যালেক্সা স্মার্ট স্পিকার'-এর অধীন 'ইকো পপ' বা 'ইকো ডট'-এর স্মরণাপন্ন হতে পারেন অভিভাবকগণ।"

Comments