একাদশ তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে বিজনেস অ্যাণ্ড বিয়ণ্ড আয়োজন করতে চলেছে বিএনআই কোলকাতা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২ অগস্ট '২৪):- সংস্থার একাদশ তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে 'বিজনেস অ্যাণ্ড বিয়ণ্ড' (Business & Beyond) নামাঙ্কিত শীর্ষ সম্মেলন (Summit) আয়োজন করতে চলেছে 'বিএনআই কোলকাতা' (BNI Kolkata)-র অধীন সিবিডি (এ) এবং উত্তর [CBD (A) & North] বিভাগ।

আজ কোলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে সংস্থার কার্যনির্বাহী নির্দেশক বিমল সামাল [Bimal Samal, Executive Director, BNI Kolkata CBD (A) & North India] জানিয়েছেন, "আগামী ৯ থেকে ১১ অগস্ট কোলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত হবে 'বিজনেস অ্যাণ্ড বিয়ণ্ড' নামাঙ্কিত এক শীর্ষ সম্মেলন। উৎসাহী জনগণ বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সামিট চাক্ষুষ করতে পারবেন।"

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার অধ্যক্ষ দীপক শর্মা [Dipak Sharma, Chairman, BNI Kolkata CBD (A) & North] বলেছেন, "উদ্যোক্তা ও শিল্পপতিদের জন্য যুগান্তকারী এই মঞ্চে একদিকে যেমন ২ হাজারের বেশি তরুণ উদ্যোগপতি নিজেদের উদ্যোগের বিষয়ে সর্বজনসমক্ষে প্রমাণ পেশ করবেন তেমনই ৩৫০-এর বেশি প্রদর্শক অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। আমরা আশা করছি এই শীর্ষ সম্মেলনে ১ লাখের বেশি আগ্রহী জনগণ নেটওয়ার্কিং সম্পর্কিত কাজ শেখা ও ব্যাবসা বৃদ্ধির সার্বিক কৌশল শেখার জন্য সমবেত হবেন।"

Comments