হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৯ জুলাই '২৪):- 'কার্গিল বিজয় দিবস'-এর রজতজয়ন্তী বর্ষ (Silver Jubilee Year of the Kargil War Victory Day) উপলক্ষ্যে 'কার্গিল যুদ্ধ'-এ শহীদ হওয়া ৫ সেনানীর পরিবারকে অর্থনৈতিক সহায়তা প্রদান করল কোলকাতার 'অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড' (Allen Career Institute Private Limited, Kolkata)।বলে রাখা ভালো, ১৯৯৯ সালের ২৬ জুলাই কার্গিল পর্বত পুনরায় পাকিস্তানী সেনার থেকে দখল করেছিল ভারত।
গতকাল কোলকাতার আলিপুর পুলিস লাইনের সন্নিকটে অবস্থিত 'ধনধান্য অডিটোরিয়াম'-এ পরমবীর চক্র বিজেতা সাম্মানিক ক্যাপ্টেন সুবেদার মেজর যোগেন্দ্র সিং যাদব [Yogendra Singh Yadav (PVSM) Subedar Major, Hon. Captain]-এর উপস্থিতিতে শহীদ পূর্ব তামাং, লিংকন প্রধান, সুরেশ ছেত্রী, নাগেশ্বর মাহতো এবং বিরসা ওরাওন-এর পরিবারের হাতে নগদ ১১ হাজার টাকা ও শংসাপত্র তুলে দেয় কোলকাতার 'অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড'।
প্রসঙ্গত উল্লেখ্য, 'কার্গিল বিজয় দিবস'-কে উপলক্ষ্য করে 'অ্যালেন' কোম্পানী সমগ্র দেশে শহীদ স্মরণে 'শৌর্য্য বন্দন' (Shaurya Vandan) নামাঙ্কিত একগুচ্ছ অনুষ্ঠানে আয়োজন করেছে।
'শৌর্য্য বন্দন' অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সুবেদার মেজর তাঁর বক্তব্যে বলেন, "সেনাবাহিনীকে সম্মান করা মানে জাতিকে সম্মান করা। একজন সৈনিক যেমন দেশের জন্য লড়াই করেন, তেমনি ছাত্রছাত্রীদেরও দেশের উন্নয়নে অবদান রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হওয়া উচিত।"
অনুষ্ঠান মঞ্চ থেকে সংস্থার নির্দেশক রাজেশ মাহেশ্বরী (Rajesh Maheswari, Director, Allen Career Institute Private Limited) বীর শহীদদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ভারতের বীর সেনানীদের অটল কর্তব্যপরায়ণতার কথা স্মরণ করেন।
Comments
Post a Comment