দর্শকদের বিচারে সেরার স্বীকৃতি পেল শিউলি রমানি গোমস পরিচালিত মিউজিক ভিডিও অ্যালবাম মেরি জান


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৬ জুলাই '২৪):- 'ইণ্ডিয়ান ফটো অ্যাণ্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউণ্ডেশন'-এর উদ্যোগে যাদবপুরের 'সূর্য্য সেন মঞ্চ'-এ আজ একযোগে হয়ে গেল 'ইণ্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪' এবং 'বঙ্গ সিনে টেলি অনন্যা সম্মান ২০২৪'।

অনুষ্ঠানে অন্যান্য চলচ্চিত্রের সাথে শিউলি রামানি গোমস পরিচালিত দুটো মিউজিক ভিডিও অ্যালবাম 'মেরি জান' ও 'টাকা' সহ ২৭ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র 'ফ্রেনেমি' প্রদর্শিত হয়।
দর্শকদের বিচারে মিউজিক ভিডিও অ্যালবাম 'মেরি জান' বিশেষ পুরস্কার লাভ করেছে।
অ্যালবামের প্রযোজক তথা অভিনেতা বিজয়প্রকাশ গোয়েল-এর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে।

Comments